কলকাতা, 27 মে: আইপিএল শেষ প্রহরে। আগামী মাসে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এবং অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে বিশ্ব সেরা হওয়ার দৌড়ে। তারপরই বেজে যাবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দামামা। চলতি বছরই ভারতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এগারো বছর পরে ফের ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আজ, শনিবার বিকেলে আমেদাবাদে বিশ্বকাপের ফিক্সচার কমিটি আলোচনায় বসছে। সেখানে কোন দল, কোন শহরে খেলবে তার রূপরেখা তৈরি হবে। ইতিমধ্যে ঠিক হয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি সম্ভবত এই নয়টি শহরে ভারতীয় দলের বিশ্বকাপের ম্যাচ হবে।
এবারের বিশ্বকাপের ম্যাচ সম্ভবত পাচ্ছে না মোহালি, নাগপুর। 2011 সালের বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। ভারতের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে না হায়দরাবাদ। বাংলা এবং কলকাতার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ইডেনের দিকে। কতগুলো বিশ্বকাপের ম্যাচ ইডেনে হবে তা জানতে সকলেই আগ্রহী। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং টুর্নামেন্ট কমিটির সদস্য অভিষেক ডালমিয়া মিটিংয়ে যোগ দিতে ইতিমধ্যে আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। কলকাতায় ম্যাচ হতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। এই দু'টো ম্যাচ ছাড়া আরও একটি ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা।