কলকাতা, 10 নভেম্বর: চলতি বিশ্বকাপে পাকিস্তান দল খাতায়-কলমে টিকে থাকলেও, বাস্তবে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় না-এর সমান ৷ এই পরিস্থিতিতে বাবর আজমের অধিনায়কত্ব এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটাররা ৷ এবার সেই সমালোচকদের পালটা জবাব দিলেন পাকিস্তান অধিনায়ক ৷ তাঁর দাবি, ‘‘টেলিভিশনে বড় বড় কথা বলা সহজ ৷ কিন্তু, অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি এই বিশ্বকাপে ৷’’
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে 8 উইকেটে হেরেছে পাকিস্তান ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে 271 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন বাবররা ৷ যেখানে 260 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল প্রোটিয়াদের ৷ এই দুই ম্যাচের পর বাবর আজমের অধিনায়কত্ব এবং চাপ সামলানোর অক্ষমতা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় ৷ পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞদের রোষের মুখে পড়েন বাবর ৷ ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রম, মইন খান, শোয়েব মালিক এবং শোয়েব আখতারের মতো, ক্রিকেটাররা বাবরের অধিনায়কত্বের ধরণ নিয়ে সরব বন ৷
বিশেষত, মইন খান এবং শোয়েব মালিক সরাসরি অভিযোগ করেন, বিশ্বকাপের মঞ্চে অধিনায়কত্বের বিশাল চাপ বাবরের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে ৷ যা নিয়ে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে প্রাক্তনদের একহাত নিলেন বাবর আজম ৷ তাঁর জবাব, ‘‘টিভি-তে বসে মতামত দেওয়া খুব সহজ কাজ ৷ যদি কারও আমাকে উপদেশ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তাঁরা সরাসরি আমাকে ফোন করে নিন ৷ আমার নম্বর সবার কাছেই আছে ৷’’