পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: টিভিতে বক্তব্য রাখা সহজ, তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের কোনও চাপ নেই; সমালোচকদের জবাব বাবরের

Easy to Give Opinion on TV Babar Azam Takes on Critics: ক্রিকেট বিশ্বকাপ থেকে পাকিস্তানের কার্যত বাইরে ৷ যে পরিসংখ্যানের হিসেব রয়েছে, তা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কখনই সম্ভব নয় ৷ অন্তত পাকিস্তান দলের ফর্ম বিচার করলে ৷ তা সত্ত্বেও সমালোচকদের জবাব দিতে পিছপা হচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:41 PM IST

কলকাতা, 10 নভেম্বর: চলতি বিশ্বকাপে পাকিস্তান দল খাতায়-কলমে টিকে থাকলেও, বাস্তবে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় না-এর সমান ৷ এই পরিস্থিতিতে বাবর আজমের অধিনায়কত্ব এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটাররা ৷ এবার সেই সমালোচকদের পালটা জবাব দিলেন পাকিস্তান অধিনায়ক ৷ তাঁর দাবি, ‘‘টেলিভিশনে বড় বড় কথা বলা সহজ ৷ কিন্তু, অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি এই বিশ্বকাপে ৷’’

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে 8 উইকেটে হেরেছে পাকিস্তান ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে 271 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন বাবররা ৷ যেখানে 260 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল প্রোটিয়াদের ৷ এই দুই ম্যাচের পর বাবর আজমের অধিনায়কত্ব এবং চাপ সামলানোর অক্ষমতা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় ৷ পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞদের রোষের মুখে পড়েন বাবর ৷ ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রম, মইন খান, শোয়েব মালিক এবং শোয়েব আখতারের মতো, ক্রিকেটাররা বাবরের অধিনায়কত্বের ধরণ নিয়ে সরব বন ৷

বিশেষত, মইন খান এবং শোয়েব মালিক সরাসরি অভিযোগ করেন, বিশ্বকাপের মঞ্চে অধিনায়কত্বের বিশাল চাপ বাবরের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে ৷ যা নিয়ে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে প্রাক্তনদের একহাত নিলেন বাবর আজম ৷ তাঁর জবাব, ‘‘টিভি-তে বসে মতামত দেওয়া খুব সহজ কাজ ৷ যদি কারও আমাকে উপদেশ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তাঁরা সরাসরি আমাকে ফোন করে নিন ৷ আমার নম্বর সবার কাছেই আছে ৷’’

উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপে এই দুরবস্থার জন্য বাবরকেই দায়ী করেছিলেন শোয়েব ৷ তিনি বলেছিলেন, ‘‘যিনি সবচেয়ে বেশি এই পরিস্থিতির জন্য দায়ী, তিনি হলেন অধিনায়ক ৷’’ অন্যদিকে, মইন খান আরও একধাপ এগিয়ে বিরাট কোহলির উদাহরণ টানেন ৷ বিরাটের থেকে শেখার কথা বলেন তিনি ৷ মইনের মন্তব্য ছিল, ‘‘সবচেয়ে ভালো হয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে, ও যদি একজন ব্যাটার হিসেবে খেলে ৷ কোহলিকে দেখে শিখুক ৷’’ তবে, বাবর কখনই মনে করেন না, অধিনায়কত্বের চাপের জন্য তাঁর ফর্ম পড়ে গিয়েছে বা ব্যাটিংয়ে তার প্রভাব পড়ছে ৷

বাবরের মতে, ‘‘আমি গত তিনবছর ধরে আমার দলকে নেতৃত্ব দিচ্ছি ৷ আমি কখনও এভাবে ভাবিনি ৷ লোকের এটা মনে হচ্ছে কারণ, আমি যেভাবে এতগুলো বছর ধরে খেলে আসছি, সেই পারফর্ম্যান্সটা বিশ্বকাপে করিনি বলে ৷ আমি কখনই মনে করি না যে, আমি চাপের মধ্যে রয়েছি বা এমনকি নেতৃত্বের কারণে খেলায় কোনও বদল এসেছে ৷ ফিল্ডিংয়ের সময় ফিল্ডে নিজের সেরাটা দিই ৷ আর ব্যাটিংয়ের সময় এটাই ভাবি, কোথা থেকে কীভাবে আমি রান করব এবং দলকে জেতাতে পারব ৷’’

আরও পড়ুন:

  1. কিউয়িদের জয়ে শেষ চার বাবরদের কাছে 'সোনার পাথরবাটি', কোন সমীকরণে সেমিতে ভারত-পাক?
  2. শেষ চারে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাবরদের চাইছেন মহারাজ
  3. নকআউটেই আসল পরীক্ষা রোহিতদের, বলছেন দোশী

ABOUT THE AUTHOR

...view details