পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal Cricket : ফুটবলে ব্যর্থতা জারি, তবে ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট ইস্টবেঙ্গলের - East Bengal Cricket Team notch 2nd trophy in this season

তারকা খচিত দল না গড়েও পরপর দু'দিন দু'টি ফাইনালে জিতল লাল-হলুদ ৷ যা দল হিসাবে ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস দেবে বলেই মনে করা হচ্ছে (East Bengal Cricket Team notch 2nd trophy in this season) ৷

East Bengal
ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট ইস্টবেঙ্গলের

By

Published : May 28, 2022, 11:27 AM IST

কলকাতা, 28 মে : গত কয়েক মরশুম ধরেই ফুটবল টিম ধারাবাহিকভাবে ব্যর্থ ৷ সেখানে পরপর সাফল্য ধরা দিচ্ছে লাল-হলুদের ক্রিকেট টিমের হাতে ৷ মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে ঘরোয়া ক্রিকেটের দ্বিমুকুট ইস্টবেঙ্গলে । বৃহস্পতিবার ইডেনে বৃষ্টিবিঘ্নিত জেসি মুখার্জির টি-20 ট্রফির ফাইনালে তপন মেমোরিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ । শুক্রবার ইডেনে সিএবি নকআউট একদিনের টুর্নামেন্টের খেতাবও জিতল ইস্টবেঙ্গল (East Bengal Cricket Team notch 2nd trophy in this season) ।

ফাইনালে কালিঘাটকে 6 উইকেটে হারাল পদ্মাপাড়ের ক্লাব । প্রথমে ব্যাট করতে নেমে কালিঘাট ক্লাব 47.1 ওভারে 197 রান তোলে । সোহম ঘোষ, শ্রেয়ান চক্রবর্তী, সৌরভ মণ্ডল দু'টি করে উইকেট নেন ৷ জবাবে ব্যাট করতে নেমে 35.5 ওভারে 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টবেঙ্গল । রঞ্জত সিং খাড়িয়ার 94 এবং সুদীপ ঘরামির 62 রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয় । ম্যাচের সেরা হয়েছেন রঞ্জত সিং খাড়িয়া । এই নিয়ে 14 বার সিএবি নকআউট ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ।

আরও পড়ুন : জে সি মুখার্জি ফাইনাল জিতে মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল

পরপর দু'দিনের মধ্যে দু'টি ফাইনাল জয়ের জন্য ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন কোচ প্রণব নন্দী । দলের প্রতিটি সদস্যের লড়াকু মনোভাব, প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে ওঠার প্রশংসা করেছেন তিনি । একইসঙ্গে আত্মতুষ্ট না হয়ে সামনের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য, সাফ জানিয়েছেন লাল-হলুদের হেডস্যর । ক্লাবের পক্ষ থেকে এই সাফল্যের জন্য 50 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details