পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

DRS : প্রথমবার পুরুষদের টি-20 বিশ্বকাপে আত্মপ্রকাশ হচ্ছে ডিআরএসের - DLS Method

আগামী 17 অক্টোবর ওমানের মাটিতে ওমান বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ 23 অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে সুপার 12-র প্রথম ম্যাচ ৷ নিয়ম মেনেই আসন্ন বিশ্বকাপে প্রত্যেকটি দল একটি ইনিংসে সর্বাধিক দু'টি ডিআরএস পাবে ৷

DRS Review System
প্রথমবার পুরুযদের টি-20 বিশ্বকাপে আত্মপ্রকাশ হচ্ছে ডিআরএসের

By

Published : Oct 10, 2021, 4:04 PM IST

Updated : Oct 10, 2021, 7:00 PM IST

দুবাই, 10 অক্টোবর : শেষবার 2016 ভারতে যখন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম টি-20 ক্রিকেটে আত্মপ্রকাশ করেনি ৷ ক্রিকেটের অন্য় ফরম্য়াটে বিসিসিআই ডিআরএসের প্রবল বিরোধী ছিল সে সময় ৷ কিন্তু সময়ের সঙ্গে ক্রিকেটবিশ্বে বেড়েছে ডিসিশন রিভিউ সিস্টেমের গ্রহণযোগ্যতা ৷ 2018 মহিলাদের টি-20 বিশ্বকাপে প্রথম ডিআরএসের ব্যবহার হলেও পুরুষদের টি-20 বিশ্বকাপে 2021 সালেই প্রথমবার ব্যবহৃত হতে চলেছে এই সিস্টেমের ব্যবহার ৷

2021 টি-20 বিশ্বকাপের জন্য ক্রিকেটের গভর্নিং বডি সম্প্রতি যে প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে বিষয়টি ৷ আগামী 17 অক্টোবর ওমানের মাটিতে ওমান বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ 23 অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে সুপার 12-র প্রথম ম্যাচ ৷ নিয়ম মেনেই আসন্ন বিশ্বকাপে প্রত্যেকটি দল একটি ইনিংসে সর্বাধিক দু'টি ডিআরএস পাবে ৷

আরও পড়ুন: গতিতে আশ্বস্ত করে বিশ্বকাপে নেট বোলার হিসেবে ডাক পেলেন উমরান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে বা ডাকওয়ার্থ লুইস নিয়মের ক্ষেত্রে শুরু হতে চলা বিশ্বকাপে খানিকটা বদল হচ্ছে ৷ গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ফলাফলের জন্য প্রত্যেকটি দলকে নিয়ম মেনে অন্ততপক্ষে 5 ওভার ব্যাট করতে হলেও সেমিফাইনাল বা ফাইনালে সংখ্যাটা বেড়ে 10 করা হয়েছে ৷

সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম আইসিসি ইভেন্ট হিসেবে ডিসিশন রিভিউ সিস্টেম আত্মপ্রকাশ করেছিল 2011-য় ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী সময়ে আইসিসির সমস্ত ইভেন্টেই ডিআরএসের ব্যবহার হয়ে এসেছে ৷

Last Updated : Oct 10, 2021, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details