দুবাই, 10 অক্টোবর : শেষবার 2016 ভারতে যখন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম টি-20 ক্রিকেটে আত্মপ্রকাশ করেনি ৷ ক্রিকেটের অন্য় ফরম্য়াটে বিসিসিআই ডিআরএসের প্রবল বিরোধী ছিল সে সময় ৷ কিন্তু সময়ের সঙ্গে ক্রিকেটবিশ্বে বেড়েছে ডিসিশন রিভিউ সিস্টেমের গ্রহণযোগ্যতা ৷ 2018 মহিলাদের টি-20 বিশ্বকাপে প্রথম ডিআরএসের ব্যবহার হলেও পুরুষদের টি-20 বিশ্বকাপে 2021 সালেই প্রথমবার ব্যবহৃত হতে চলেছে এই সিস্টেমের ব্যবহার ৷
2021 টি-20 বিশ্বকাপের জন্য ক্রিকেটের গভর্নিং বডি সম্প্রতি যে প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে বিষয়টি ৷ আগামী 17 অক্টোবর ওমানের মাটিতে ওমান বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ 23 অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে সুপার 12-র প্রথম ম্যাচ ৷ নিয়ম মেনেই আসন্ন বিশ্বকাপে প্রত্যেকটি দল একটি ইনিংসে সর্বাধিক দু'টি ডিআরএস পাবে ৷