কলকাতা, 8 জুলাই : সৌরভের (Sourav Ganguly) 49 তম জন্মদিনে 'দামি' উপহার ডোনার (Dona Ganguly) ৷ বিসিসিআই সভাপতিকে ব্র্যান্ড নিউ মোবাইল দিলেন স্ত্রী ৷
তিনি বিসিসিআই সভাপতি, ভারতের অন্যতম সফল অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যটসম্যান ৷ ফলে এই মানুষটি যে তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসবেন তা স্বাভাবিক ৷ তবে পরিবারের, নিকটজনের উপহার সব সময়ই স্পেশাল ৷ বিশেষত আদ্যান্ত পারিবারিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?