অকল্যান্ড, 19 মার্চ : 278 রানের লক্ষ্যমাত্রা দিয়েও বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এল না ভারতের ৷ 4 উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে সেমিতে চলে গেল মেগ ল্যানিংয়ের দল (Dominant Australia thrash India by six wickets) ৷ অন্যদিকে রাউন্ড-রবিন পর্বে তৃতীয় হারে সেমিফাইনালের রাস্তা কঠিন হল মিতালিদের ৷ 97 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয় মসৃণ করলেন অজি অধিনায়িকা মেগ ল্যানিং ৷ পাশে সমান উজ্জ্বল আলিসা হিলি ৷ মিচেল স্টার্ক পত্নীর ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 72 রানের ইনিংস ৷ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল অজিরা ৷
তবে এই ম্যাচকে কোনওভাবেই একপেশে তকমা দেওয়া যাবে না ৷ শেষ ওভারে জয়ের জন্য আট রান প্রয়োজন ছিল ইয়েলো ব্রিগেডের ৷ কিন্তু অন্তিম ওভারে নার্ভ ধরে রাখতে ব্যর্থ 200তম ওয়ান-ডে খেলতে নামা ঝুলন গোস্বামী ৷ যদিও রাচায়েল হেইন্স এবং আলিসা হিলি ওপেনিং জুটিতে 121 রান তোলার পর অজিরা ম্যাচটি কঠিন করেই জিতল বলা যায় ৷ দারুণ শুরুর পর তৃতীয় উইকেটে মেগ ল্যানিংয়ের সঙ্গে জুটি বেঁধে এলিস পেরি 103 রান যোগ করার পর ছ'বারের খেতাবজয়ীদের জয় ছিল সময়ের অপেক্ষা ৷ 49তম ওভারের চতুর্থ বলে মেগ ল্যানিং আউট হলেও সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেথ মুনি ৷ 107 বলে অজি অধিনায়িকার 97 রানের ইনিংস সাজানো ছিল 13টি চারে ৷