পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: চোট সমস্যায় জেরবার কিউয়িদের সামনে পাকিস্তান, বিশ্বকাপে ম্যাট হেনরির বদলি কেইল জেমিসন - আইসিসি বিশ্বকাপ

New Zealand vs Pakistan in ICC Cricket World Cup: হঠাৎই বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা কঠিন হতে শুরু করেছে নিউজিল্যান্ডের সামনে ৷ তার উপর ব্ল্যাকক্যাপস শিবিরে একাধিক চোট সমস্যা ৷ এই পরিস্থিতিতে শনিবার বেঙ্গালুরুতে কিউয়িদের প্রতিপক্ষ পাকিস্তান ৷

Image Courtesy: BLACKCAPS X
Image Courtesy: BLACKCAPS X

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 1:09 PM IST

বেঙ্গালুরু, 3 নভেম্বর: আইসিসি বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড ৷ কিন্তু, শেষ তিন ম্যাচে হেরে হঠাৎই সেমিফাইনালের রাস্তা জটিল হয়ে উঠেছে কিউয়িদের ৷ এই পরিস্থিতিতে ‘মরার উপর খাড়ার ঘা’ চোট সমস্যা ৷ অধিনায়ক কেন উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট ৷ তিনি কবে সুস্থ হবেন, তা কেউ বলতে পারছে না ৷ এবার হ্যামস্ট্রিংয়ের চোটের জেরে গুরুত্বপূর্ণ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ম্যাট হেনরি ৷ অবশ্য তাঁর বদলি হিসেবে কেইল জেমিসনকে ভারতে নিয়ে আসা হচ্ছে ৷

চোট সমস্যা এবং পরপর তিন ম্যাচে হার ৷ যা এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আগে নিউজিল্যান্ড দলকে চাপে রাখছে ৷ শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সকালের ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান ৷ যে ম্যাচ নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, পাকিস্তানও এই বিশ্বকাপে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ৷ শেষ ম্যাচ জিতলেও প্রতিপক্ষ ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ ৷ ফলে পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিউয়িদের ৷

আরও পড়ুন:জাহিরকে টপকে বিশ্বকাপে সেরা শামি, ছুঁয়ে ফেললেন স্টার্ককেও

তবে, নিউজিল্যান্ডের চিন্তার বিষয় হয়ে উঠেছে তাঁদের বোলিং ৷ প্রথম চার ম্যাচে যে দাপট কিউয়ি বোলিং আক্রমণ দেখিয়েছিল, তার লেশমাত্র দেখা যায়নি শেষ তিন ম্যাচে ৷ যদিও, সেখানে প্রতিপক্ষ ছিল ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ৷ এমনকি প্রোটিয়াসের বিরুদ্ধে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তও ছিল অবাক করার মতো ৷ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপ এখন পর্যন্ত আগে ব্যাট করতে নেমে সব ম্যাচে তিনশোর উপরে রান করেছে ৷ সেখানে দু’টি ম্যাচে রান তাড়া করতে নেমে একটিতে ডাচদের বিরুদ্ধে হার ও পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে 1 উইকেটে জিতেছে তারা ৷

আরও পড়ুন:টিকিট কেলেঙ্কারি কাণ্ডে 7 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

অন্যদিকে, পাকিস্তান দল নতুন করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে নিউজিল্যান্ডের পরপর তিন ম্যাচ হারের পর ৷ সেখানে বেঙ্গালুরুতে তাদের সবচেয়ে কঠিন লড়াই কিউয়িদের সঙ্গেই ৷ এই ম্যাচ জিততে পারলে, সেমিফাইনালের রাস্তা অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করছে পাকিস্তান শিবির ৷ সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে 11 নভেম্বরের ম্যাচ জিততেই হবে ৷ কিন্তু, কাজটা অতটাও সহজ নয় ৷ কারণ, পাকিস্তানের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিনক্ষেত্রেই হাল বেহাল ৷ কারণ, যতই হোক বাংলাদেশ আর নিউজিল্যান্ড এক নয় ৷

ABOUT THE AUTHOR

...view details