চেন্নাই, 29 অক্টোবর : যমজ পুত্রসন্তানের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ৷ সম্প্রতি যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল ৷ যিনি নিজেও দেশের একজন তারকা অ্যাথলিট ৷ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সদ্যোজাতর সঙ্গে ছবি পোস্ট করে খুশির খবর শেয়ার করে নেন ক্রীড়াজগতের এই তারকা দম্পতি ৷ দুই সদ্যোজাতের নামও প্রকাশ্যে এনেছেন কার্তিক ৷
এদিন সোশ্যাল মিডিয়ায় নাইটদের প্রাক্তন অধিনায়ক, স্ত্রী এবং যমজ সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, "তিন (পোষ্যকে নিয়ে) থেকে আমরা পাঁচ হলাম ৷ ঈশ্বর দীপিকা এবং আমাকে দুই ফুটফুটে পুত্রসন্তান দিয়ে আশীর্বাদ করেছেন ৷ কবীর পাল্লিকল কার্তিক এবং জিয়ান পাল্লিকল কার্তিক ৷ এর চেয়ে খুশির খবর আর কিছু হয় না ৷" সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের একই বার্তা দিয়েছেন দেশের স্কোয়াশ তারকা দীপিকা ৷