আমেদাবাদ, 13 অক্টোবর:টি-20 বিশ্বকাপে মিথটা ভাঙলেও 50 ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কাঙ্খিত জয় এখনও অধরা পাকিস্তানের ৷ শনিবাসরীয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরিসংখ্যান বদলের দায়িত্ব বাবর আজম নেতৃত্বাধীন দলের সামনে ৷ এমন ম্যাচের আগের সন্ধেয় যে কোনও অধিনায়কের মাথায় চাপের বোঝা থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে বাবর আজম যা বললেন, তাতে যেন সব চাপ সবরমতীর জলে ছুড়ে ফেললেন পাক অধিনায়ক ৷
মহারণের আগেরদিন ভাবলেশহীন বাবর আজমের কথায় প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকরা একপ্রকার একে অপরের দিকে চাওয়াচায়ি শুরু করেন ৷ ভারতের বিরুদ্ধে ম্যাচের চাপ নিয়ে প্রশ্ন করা হলে বাবর এদিন বলেন, "আমি বিশেষ উদ্বিগ্ন নই ৷ কারণ এই ম্যাচের ফলাফলের উপর আমার অধিনায়কত্বের ভাগ্য নির্ভর করবে না ৷ ঈশ্বর যা দিয়ে পাঠিয়েছেন আমি সেটা পাবই ৷ আমার প্রাপ্য আমার কাছে আসবেই ৷ কেবল এই ম্যাচটার (ভারত) জন্য আমি দলের অধিনায়ক নই ৷ সুতরাং, এই ম্যাচটায় হারলে আমি অধিনায়কত্ব হারাব না ৷"
এমনকী আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড যে খানিক ভালোই তাও কথায় কথায় এদিন মনে করিয়ে দেন পাক ওপেনার ৷ তবে অধিনায়কের দৃষ্টিকোণ থেকে বাবরের কথায়, আইসিসি ইভেন্ট ছাড়া ভারতের বিরুদ্ধে না-খেলার বিষয়টি ফ্যাক্টর হতে পারে ৷ বাবর বলেন, "এখনও পর্যন্ত বিশ্বকাপে আমার থেকে প্রত্যাশিত কিছু আসেনি বটে তবে আগামী ম্যাচগুলোতে এর পরিবর্তন হতেই পারে ৷"