পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'হারলে অধিনায়কত্ব যাবে না', ভারতের বিরুদ্ধে নামার আগে চাপের বালাই নেই পাক অধিনায়কের - বাবর আজম

কিন্তু শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে বাবর আজম যা বললেন, তাতে যেন সব চাপ সবরমতীর জলে যেন ছুড়ে ফেললেন পাক অধিনায়ক ৷ জানালেন হারলে অধিনায়কত্ব যাবে না ৷

ICC World Cup 2023
ভারতের বিরুদ্ধে নামার আগে চাপের বালাই নেই পাক অধিনায়কের

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 8:09 PM IST

আমেদাবাদ, 13 অক্টোবর:টি-20 বিশ্বকাপে মিথটা ভাঙলেও 50 ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কাঙ্খিত জয় এখনও অধরা পাকিস্তানের ৷ শনিবাসরীয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরিসংখ্যান বদলের দায়িত্ব বাবর আজম নেতৃত্বাধীন দলের সামনে ৷ এমন ম্যাচের আগের সন্ধেয় যে কোনও অধিনায়কের মাথায় চাপের বোঝা থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে বাবর আজম যা বললেন, তাতে যেন সব চাপ সবরমতীর জলে ছুড়ে ফেললেন পাক অধিনায়ক ৷

মহারণের আগেরদিন ভাবলেশহীন বাবর আজমের কথায় প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকরা একপ্রকার একে অপরের দিকে চাওয়াচায়ি শুরু করেন ৷ ভারতের বিরুদ্ধে ম্যাচের চাপ নিয়ে প্রশ্ন করা হলে বাবর এদিন বলেন, "আমি বিশেষ উদ্বিগ্ন নই ৷ কারণ এই ম্যাচের ফলাফলের উপর আমার অধিনায়কত্বের ভাগ্য নির্ভর করবে না ৷ ঈশ্বর যা দিয়ে পাঠিয়েছেন আমি সেটা পাবই ৷ আমার প্রাপ্য আমার কাছে আসবেই ৷ কেবল এই ম্যাচটার (ভারত) জন্য আমি দলের অধিনায়ক নই ৷ সুতরাং, এই ম্যাচটায় হারলে আমি অধিনায়কত্ব হারাব না ৷"

এমনকী আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড যে খানিক ভালোই তাও কথায় কথায় এদিন মনে করিয়ে দেন পাক ওপেনার ৷ তবে অধিনায়কের দৃষ্টিকোণ থেকে বাবরের কথায়, আইসিসি ইভেন্ট ছাড়া ভারতের বিরুদ্ধে না-খেলার বিষয়টি ফ্যাক্টর হতে পারে ৷ বাবর বলেন, "এখনও পর্যন্ত বিশ্বকাপে আমার থেকে প্রত্যাশিত কিছু আসেনি বটে তবে আগামী ম্যাচগুলোতে এর পরিবর্তন হতেই পারে ৷"

আরও পড়ুন:ভারত-পাক ম্যাচে অরিজিৎ-শঙ্কর-সুখি 'চমক', মঞ্চ মাতবে মেগা সঙ্গীতানুষ্ঠানে

তবে ভিসা সমস্যার জেরে দেশজ অনুরাগীদের অনুপস্থিতির জেরে শনিবার মোতেরায় বিরাট সংখ্যক ভারতীয় সমর্থকদের সঙ্গেও লড়তে হবে তাঁদের ৷ তাতেও উদ্বিগ্ন শোনায়নি বাবরকে ৷ কমন প্রশ্নের তৈরি উত্তরের মত পাক অধিনায়ক বলেন, "এটা কোনও চাপই নয় ৷ আগেও বিরাট সংখ্যায় প্রতিপক্ষের জনসমর্থনের বিরুদ্ধে খেলতে হয়েছে আমাদের ৷ তা সে মেলবোর্ন হোক কিংবা অন্যান্য বড় স্টেডিয়ামে ৷" তবে পাকিস্তানের সমর্থকরা উপস্থিত হলে যে তাঁদের জন্য ভালো, তাও জানিয়েছেন দলের তারকা ব্যাটার ৷

এরই মধ্যে গত ম্যাচে দলের স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ান তাঁর শতরান গাজার ভাই-বোনদের উৎসর্গ করে বিতর্কে জড়িয়েছিলেন ৷ এদিন বাবরের কাছে সেই প্রশ্ন এলে তিনি যদিও তা সযত্নে এড়িয়ে গিয়েছেন ৷ পাক অধিনায়ক জানান, আলোচনাটা ক্রিকেটে সীমাবদ্ধ থাকাই ভালো ৷

ABOUT THE AUTHOR

...view details