নয়াদিল্লি, 22 অক্টোবর: সুদূর অজিভূমে বাইশ গজে সম্মুখসমরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ কিন্তু তার ছোঁয়া লেগেছে রাজধানী নয়াদিল্লির ছোট-বড় রেস্তরাঁগুলোতে ৷ টি-20 বিশ্বকাপের (T20 WC 2022) জন্য, বিশেষ করে রবিবারের মহারণের কথা মাথা রেখে রাজধানীর রেস্তরাঁগুলো তাদের জনপ্রিয় ডিশগুলি বদলে ফেলেছে প্রিয় ক্রিকেটারদের নামে ৷ ক্রিকেট উত্তেজনায় স্ফুলিঙ্গ জোগাতে অনুরাগীদের মুখে তুলে দেওয়া হচ্ছে সংকলিত বিশেষ পদগুলো ৷
কেবল রেস্তরাঁগুলিই নয়, ভারত-পাক মহারণের আঁচে গা-সেঁকছে রাজধানীর সিনেমা হলগুলিও (Delhi restaurants and cinema halls all set for India-Pak T20 WC clash) ৷ শহরের আইনক্সগুলিতে পাকিস্তান ম্যাচ-সহ বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং করবে ৷ এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে বিশেষ চুক্তি সেরেছে আইনক্স লেজার লিমিটেড ৷ কেবল রাজধানী নয়াদিল্লিই নয়, দেশের 25টি শহরকে রাখা হয়েছে এই আওতায় ৷