চেন্নাই, 26 এপ্রিল : 14তম আইপিএলের প্রথম সুপার ওভার ৷ আর সুপার ওভার মানেই টানটান উত্তেজনা ৷ স্নায়ুর চাপের পরীক্ষা ৷ সেই কাজে সফল দিল্লি ক্যাপিটালস ৷ শেষ বল পর্যন্ত বজায় থাকল উত্তেজনা ৷ তবে ফলাফল গেল দিল্লির পক্ষে ৷ সুপার সানডেতে সুপার ওভারের থ্রিলারে ওয়ার্নারের সাইরাইজার্স হায়দরাবাদকে হারাল দিল্লি ক্য়াপিটালস ৷
পৃথ্বী শ-এর অর্ধশতরান এবং ঋষভ পন্থ, স্টিভ স্মিথদের মিলিত প্রয়াসে নির্ধারিত ওভারে 159 তোলে দিল্লি ক্যাপিটালস ৷ রান তাড়া করতে নেমে প্রথমেই ওয়ার্নারের উইকেট হারায় হায়দরাবাদ ৷ ইনিংসের হাল ধরেন হায়দরাবাদের দুই বিদেশি কেন উইলিয়ামসন এবং জনি বেয়ারস্টো ৷ উইলিয়ামসন 51 বলে অপরাজিত 66 রানের ইনিংস খেলেন ৷ বেয়ারস্টোর অবদান 18 বলে 38 রান ৷ বেয়ারস্টো ফেরার পর অন্য কেউ উইলিয়ামসনকে সঙ্গ দিতে পারেননি ৷ ম্যাচ জিততে শেষ 2 ওভারে 28 রানের প্রয়োজন ছিল হায়দরাবাদের ৷ 19তম ওভারে ব্যাট করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অখ্যাত জগদীশ সূচিথ ৷ আবেশ খানের বলে দুটো চার মারেন তিনি ৷ সেই ওভারে 12 রান ওঠে ৷ ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় 16 রানের ৷