পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : ললিত-অক্ষরের ব্যাটে 'মুম্বই বধ' করে অভিযান শুরু পন্তের দিল্লির

ঈশান কিষাণের ঝোড়ো অর্ধশতরান সত্ত্বেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পুরনো অভ্যাস বজায় রাখল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিতের দলের বিরুদ্ধে পন্তের দল জিতল 4 উইকেটে (Delhi Capitals beat Mumbai Indians by 4 wickets) ৷

IPL 2022
ললিত-অক্ষরের ব্যাটে 'মুম্বই বধ' করে অভিযান শুরু পন্তের দিল্লির

By

Published : Mar 27, 2022, 8:52 PM IST

মুম্বই, 27 মার্চ : ব্যাট হাতে দুরন্ত ললিত যাদব ৷ শেষবেলায় ঝোড়ো ক্যামিও অক্ষর প্যাটেলের ৷ মুম্বইয়ের দেওয়া 178 রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস ৷ উলটোদিকে ঈশান কিষাণের ঝোড়ো অর্ধশতরান সত্ত্বেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পুরনো অভ্যাস বজায় রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ রোহিতের দলের বিরুদ্ধে পন্ত বাহিনী জিতল 4 উইকেটে (Delhi Capitals beat Mumbai Indians by 4 wickets) ৷

রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় দিল্লি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক অতীতে খানিক নিষ্প্রভ থাকলেও আইপিএলের প্রথম ম্যাচে জ্বলে উঠল রোহিতের ব্যাট ৷ টপ-অর্ডারে কোনও বিদেশি ব্যাটার না-থাকায় বাড়তি দায়িত্ব বর্তায় রোহিত-ঈশানের কাঁধে ৷ 67 রান তুলে দায়িত্ব পালন করে ওপেনিং জুটি ৷ মূলত ওপেনিং জুটিতেই বড় রানের ভিত গড়ে মুম্বই ৷

রোহিত 32 বলে 41 করে আউট হলেও অপরাজিত থেকে যান ঈশান (Rohit scores 41 runs from 32 balls) ৷ 11টি চার, 2টি ছয়ে 48 বলে 81 রান করে দলের রান 177-এ পৌঁছে দেন জাতীয় দলের ব্যাটার (Ishan Kishan hits 81 runs from 48) ৷ তিলক বর্মা করেন 15 বলে 22 রান ৷ জবাবে পৃথ্বীর 24 বলে 38 সত্ত্বেও থাম্পি, অশ্বিনদের দাপটে 72 রানে 5 উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় দিল্লির ৷ মাত্র এক রানে ফেরেন অধিনায়ক পন্ত ৷ তবুও 10 বল বাকি থাকতেই জয় তুলে নেয় 2020 ফাইনালিস্টরা ৷

আরও পড়ুন : বুড়ো হাড়ের ভেলকি দেখল কলকাতা-চেন্নাই ম্যাচ

সৌজন্যে ললিত যাদব এবং অক্ষর প্যাটেল ৷ সপ্তম উইকেটে এই দুই ব্যাটারের অবিভক্ত 75 রানের জুটি হাসি চওড়া করে পন্তের ৷ 4টি চার 2টি ছয়ে 38 বলে 48 রানে অপরাজিত থাকেন ললিত (Lalit Yadav's innings helps Delhi to win the match) ৷ 17 বলে মারকাটারি 38 করেন অক্ষর ৷ তাঁর ইনিংসে ছিল 2টি চার এবং 3টি ছয় ৷ শার্দূলের 11 বলে 22 রানও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জয়ে ৷ 18.2 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় পন্তের দল ৷ মুম্বই বোলিংয়ের প্রধান ভরসা জসপ্রীত বুমরা 3.2 ওভারে খরচ করেন 43 রান ৷ অজি পেসার ড্যানিয়েল স্যামস 4 ওভারে দেন 57 রান ৷

ABOUT THE AUTHOR

...view details