কলকাতা, 25 সেপ্টেম্বর: কথায় বলে ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই বৈধ ৷ আর খাতায় কলমে কোনও বিষয়কে নথিভুক্ত করা হলে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বেশ কঠিন ৷ আর সেই বৈধতার সুযোগ নিয়েই ইংল্যান্ড মহিলা দলের লোয়ার অর্ডার ব্যাটার শার্লট ডিনকে (Charlotte Dean) বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউট (Deepti Sharma Mankading) করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অফস্পিনার দীপ্তি শর্মা ৷ যে পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করা এখন আইসিসি’র নিয়ম অনুযায়ী বৈধ ৷ কিন্তু, বৈধতা সত্ত্বেও শনিবার রাতে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে (India Women vs England Women 3rd ODI) দীপ্তি শর্মার করা বিনু মানকড়িয় পদ্ধিতে আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞরা ৷
এখানেই প্রশ্ন উঠছে, কেন এত আপত্তি ? যেখানে এমসিসি’র টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী, আইসিসি গত 20 সেপ্টেম্বর থেকে বিনু মানকড়িয় পদ্ধতিতে রান আউটকে বৈধ ঘোষণা করেছে ৷ সেখানে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এবং সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ক্রিকেটের স্পিরিট প্রসঙ্গ কেন আনছেন ? আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন একাধিকবার বিনু মানকড়িয় পদ্ধতিতে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে আউট করেছেন ৷ সেই সময় এই রান আউট আইসিসি’র রুল বুকে বৈধ বা অবৈধ বলে উল্লেখ করা ছিল না ৷ সেই সময় ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তোলা হত ৷
কিন্তু, শনিবার রাতে লর্ডসের মাঠে হওয়া বিনু মানকড়িয় রান আউটের (Mankading) পরেও ফের ক্রিকেটীয় স্পিরিটের কথা তুলতে শুরু করেছে একাংশ ৷ কিন্তু, সম্পূর্ণ বিষয়টি আইসিসি অনুমোদিত এবং গত 20 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ সেখানে একজন খেলোয়াড় হিসাবে নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ ৷ বিশেষ করে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তাঁদের দলের খেলোয়াড়দের নতুন নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করা ৷
আরও পড়ুন:বিদায়ী ম্যাচেও উজ্জ্বল ঝুলন, ইংরেজদের চুনকাম করল 'উইমেন ইন ব্লু'
এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পক্ষে-বিপক্ষে মতামতের ঝড় উঠেছে ৷ মূলত, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এর বিরোধিতা করেছেন ৷ তাঁদের যুক্তি, দীপ্তি শর্মা ইচ্ছাকৃতভাবে বল করার আগে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা নিয়ে নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার শার্লট ডিন ওয়াকিবহাল ছিলেন না ৷ কিন্তু, আইসিসি’র নিয়ম বলছে, বোলার যতক্ষণ না তাঁর হাত থেকে বল রিলিজ করছেন, ততক্ষণ নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরতে পারবেন না ৷ কিন্তু, ম্যাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, শার্লট ডিন দীপ্তির বোলিং অ্যাকশন শেষের আগেই ক্রিজ ছেড়ে দিয়েছিলেন ৷