ডাবলিন, 28 জুন: আইরিশদের দেশে কুড়ি-বিশের সিরিজ খেলছে বি-টিম । যদিও ভারতীয় ক্রিকেট দলের বেঞ্চ স্ট্রেংথের উৎকর্ষতায় তা বোঝার কোনও উপায় নেই ৷ গত ম্যাচে জয়ের পর এদিনও কার্যত রানের পাহাড় গড়ল 'মেন ইন ব্লু' ৷ সৌজন্যে দীপক হুডার মারকাটারি ব্যাটিং । হুডার ব্যাট থেকে এসেছে মাত্র 57 বলে 104 রানের অতিমানবীয় ইনিংস (Deepak Hooda Hits Maiden 100) ৷
যোগ্য সঙ্গত করলেন সঞ্জু স্যামসন ৷ আইপিএলে রাজস্থান অধিনায়কের ব্যাট থেকে এসেছে 42 বলে 77 রানের ঝোড়ো ইনিংস ৷ আইরিশদের সামনে 227 রানের বিশাল স্কোর খাড়া করল ভারত ৷