পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Salim Durani Dies: প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'সুদর্শন পুরুষ' সেলিম দুরানি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - সেলিম দুরানি

ভারতীয় ক্রিকেটের সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত ছিলেন সেলিম দুরানি ৷ আজ তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেলিম দুরানির পরিবারের নিটক একটি সূত্র ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷

Salim Durani Dies ETV BHARAT
Salim Durani Dies

By

Published : Apr 2, 2023, 10:34 AM IST

Updated : Apr 2, 2023, 1:26 PM IST

জামনগর (গুজরাত), 2 এপ্রিল: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি ৷ রবিবার তাঁর পরিবারের নিকট একটি সূত্রের তরফে একথা জানানো হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ বলা হত, সেলিম দুরানি এতটাই সুদর্শন ছিলেন যে, ছয়ের দশকে এই ক্রিকেটার বলিউড হিরোদেরও হার মানাতেন ৷ এমনকী বুদ্ধিমত্তা ও হাস্যরসেও তিনি যে কাউকে হার মানিয়ে দিতেন তিনি ৷ সেলিম দুরানির পরিবারের নিকট ওই সূত্র জানিয়েছেন, গুজরাতের জামনগরে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের ৷

জামনগরে ছোট ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গে থাকতেন সেলিম দুরানি ৷ সম্প্রতি তাঁর একটি প্রক্সিমাল ফেমোরাল নখের অস্ত্রোপচার করা হয়েছিল ৷ জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে সেলিম দুরানির থাইয়ের হাড় ভেঙে গিয়েছিল ৷ সেই কারণেই এই অস্ত্রোপচার করা হয় ৷ তখন থেকেই প্রায় শয্যাশায়ী ছিলেন প্রাক্তন এই ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার ৷ সেলিম দুরানি কেবল ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ৷ 1973 সালে ‘চরিত্র’ সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন ৷ তাঁর বিপরীতে ছিলেন বিখ্যাত অভিনেত্রী পারভিন ববি ৷

সেলিম দুরানির জন্ম কাবুলে ৷ বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি অর্থডক্স স্পিন বোলিং করতেন তিনি ৷ মূলত তাঁর ছয় মারার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন সেলিম দুরানি ৷ ভারতের হয়ে 29টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি ৷ এমনকি 1961-62 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে 2-0 হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ কলকাতা এবং তৎকালীন মাদ্রাজ টেস্টে ভারতের জয়ে তাঁর বল হাতে বড় অবদান ছিল ৷ কলকাতা টেস্টে 8 উইকেট এবং মাদ্রাজ টেস্টে 10 উইকেটের জন্য আজীবন অনুরাগীদের হৃদয়ে থেকে যাবেন দুরানি ৷

ভারতের হয়ে 29 টেস্টে 1টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ করেছেন 7টি হাফ সেঞ্চুরি ৷ টেস্ট ক্রিকেটে তাঁর রানসংখ্যা 1,202 ৷ তবে, শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় নয় ৷ তাঁর বোলিংয়ে প্রায় এক দশক পর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল ভারত ৷ পোর্ট অফ স্পেনে ক্লাইভ লয়েড এবং গ্যারফিল্ড সোবার্সের উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন দুরানি ৷

আরও পড়ুন:মায়ার্স-উড যুগলবন্দিতে 'দিল্লি বধ' করে আইপিএল শুরু লখনউয়ের

এ দিন সেলিম দুরানির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সেলিম দুরানি জি একজন ক্রিকেটিয় কিংবদন্তী এবং নিজের মধ্যে একটি সংস্থা ছিলেন ৷ বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ মাঠে এবং মাঠের বাইরে তিনি নিজের স্টাইলের জন্য পরিচিত ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকাহত হলাম ৷ তাঁর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷’’

এখানেই শেষ নয় ৷ সেলিম দুরানির সঙ্গে নিজের ব্যক্তিগত যোগাযোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সেলিম দুরানি জী-র সঙ্গে গুজরাতের এক অটুট এবং পুরনো সম্পর্ক রয়েছে ৷ তিনি সৌরাষ্ট্র এবং গুজরাতের হয়ে বেশ কয়েকবছর ক্রিকেট খেলেছিলেন ৷ এমনকী উনি গুজরাতকে নিজের ঘর হিসেবে বেছে নিয়েছিলেন ৷ আমার ওনার সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছিল ৷ তাঁর বহুমুখী ব্যক্তিত্ব আমাকে ব্যাপক প্রভাবিত করেছিল ৷ তাঁকে অবশ্যই মিস করব ৷

Last Updated : Apr 2, 2023, 1:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details