সেঞ্চুরিয়ন, 22 ডিসেম্বর: বর্তমানে তিনি শুধু টেস্ট ক্রিকেটই খেলেন ৷ দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এই ওপেনার এবার সাদা পোশাকটিও তুলে রাখবেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন প্রোটিয়াস অধিনায়ক ডিন এলগার ৷ ভারতের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে শেষবার ব্যাটহাতে নামবেন তিনি ৷ শুক্রবার ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷
2012 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার অভিষেক করেছিলেন ডিন এলগার ৷ তখন থেকে 84টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ বাঁ-হাতি এই ওপেনার তাঁর টেস্ট কেরিয়ারে 37.28 গড়ে 5 হাজার 146 রান করেছেন ৷ যেখানে 13টি সেঞ্চুরি ও 23টি হাফ-সেঞ্চুরি রয়েছে এলগারের ৷ টেস্ট ক্রিকেটে সফল হলেও, ওয়ান-ডে ক্রিকেটে একেবারেই সফল নন ডিন ৷ তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে 8টি ওয়ান-ডে ম্যাচে মাত্র 104 রান করেছেন ৷ সেখানে তাঁর স্ট্রাইক রেটও খুবই খারাপ, মাত্র 58.8 ৷ এবি ডি’ভিলিয়ার্স এবং ফাফ ডু’প্লেসিস অবসর নেওয়ার পর, এলগার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলকে বেশ কয়েকবছর নেতৃত্ব দিয়েছিলেন ৷
ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রথম ভারতের বিরুদ্ধে খেলা দু’টি টেস্ট ম্যাচ দিয়ে ডিন এলগার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানবেন ৷ যার প্রথমটি 26-30 ডিসেম্বর পর্যন্ত সেঞ্চুরিয়নে তাঁর ঘরের মাঠে খেলা হবে ৷ আর দ্বিতীয় টেস্ট হবে 3-7 জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৷ যেখানে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন ৷’’ অভিষেক টেস্টের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মতো ঘটনা বিশ্বে খুব কমই আছে ৷ আর সেটাই ঘটবে ডিন এলগারের সঙ্গে ৷