হায়দরাবাদ, 8 মার্চ:রং-এর উৎসবে মেতে উঠেছেন অভিনেতা থেকে খেলোয়াড় সকলেই ৷ বলিউড থেকে শুরু করে টলিউডের একাধিক অভিনেতা রং মেখে ছবি শেয়ার করছেন গতকাল থেকেই ৷ বাদ পড়েননি খেলোয়াড়রাও । সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা পর্যন্ত সকলেই রং মেখে ছবি শেয়ার করেছেন ৷ এমনকী ভারতীয় দলের রং খেলার ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশালে ৷ এবার হোলির আনন্দে মেতে উঠল অজি টিমও ৷ ওপেনার ডেভিড ওয়ার্নার ভীষণ পছন্দ করেন ভারতীয় সংস্কৃতি ৷ কয়েক বছর আগের তাঁর রং খেলার ছবি নেটপাড়ায় শেয়ার করলেন ডেভিড(Glimpses of David Warner Holi Celebration) ৷
এই বাঁ হাতি ওপেনার বুধবার ছবিগুলি শেয়ার করে লেখেন, 'কয়েক বছর আগেকার হোলির স্মৃতি ৷' ছবিতে দেখা গিয়েছে আবিরে মাখামাখি ওয়ার্নারের পোশাক এবং মুখ ৷ হোলির অলিখিত নিয়ম মেনে তাঁর পরণেও রয়েছে সাদা পাজামা পাঞ্জাবি ৷ আর সেই পোশাক রাঙা হয়ে উঠেছে বিভিন্ন রং-এর ছোঁয়ায় ৷ ডেভিডের সঙ্গে দেখা মিলেছে তাঁর বন্ধুদেরও ৷ হোলি রং-এর উৎসব, সকলের মন রাঙিয়ে উৎসব ৷ তাই এই উৎসবে নানা জাতির, নানা ভাষার মানুষের মনে রং লাগবে তাই তো স্বাভাবিক ৷