নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কনকাসনের জেরে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের মাঝপথ থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner Ruled Out With Concussion) ৷ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে মহম্মদ সিরাজের বাউন্সার তাঁর হেলমেটে লাগে ৷ তারপরেও ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু, পরবর্তী সময়ে সমস্যা হওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন না অজি ওপেনার ৷ তাঁর জায়গা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ওপেন করবেন (David Warner Replaced by Matt Renshaw) ৷
আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত গুরুতর হলে, ব্যাটারকে মাঠ ছাড়তে হয় ৷ কিন্তু, সিরাজের বাউন্সার ওয়ার্নারের ব্যাটের টপ এজে লেগে হেলমেটের গ্রিলে আঘাত করে ৷ সেই সময় কোনও সমস্যা দেখা দেয়নি ৷ কিন্তু, মাঠে সেই সময় দীর্ঘক্ষণ কব্জিতে লাগা চোটের চিকিৎসা চলে ৷ কিন্তু, কনকাসন টেস্ট করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এমনকি হেলমেটও বদলাননি ওয়ার্নার ৷
এরপর 10 নম্বর ওভারে টিম ফিজিও ফের মাঠে আসেন ৷ সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসক এবং ওয়ার্নারের মধ্যে আলোচনা চলে ৷ কিন্তু, সেই সময়ও অজি ওপেনারের কনকাসন চেস্ট করা হয়নি বলে অভিযোগ উঠছে ৷ এমনকি অস্ট্রেলিয়ান ফিজিও তাঁর হেলমেটও পরীক্ষা করেননি ৷ এরপর তিনি ড্রেসিংরুমে ফিরে যান ৷ মহম্মদ শামির বলে আউট হওয়ার আগে পর্যন্ত ব্যাট করে যান ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু, জল্পনা বাড়তে থাকে যখন ওয়ার্নার দিনের শেষে মাঠে ফিল্ডিং করতে নামেননি ৷