পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

David Warner: শততম টেস্টে দ্বিশতরান ওয়ার্নারের, বক্সিং-ডে টেস্টে চালকের আসনে অজিরা - David Warner Boxing Day Test

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে (Australia are Driving Seat in Boxing Day Test) কেরিয়ারের শততম টেস্ট খেলছেন ডেভিড ওয়ার্নার ৷ এই টেস্টে দ্বিশতরান করলেন তিনি ৷ সেই সঙ্গে বিশ্বের 10 নম্বর ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন ওয়ার্নার (David Warner Gets Double Hundred in 100th Test) ৷

David Warner Gets Double Hundred in 100th Test ETV BHARAT
শততম টেস্টে দ্বিশতরান ডেভিড ওয়ার্নারের

By

Published : Dec 27, 2022, 3:56 PM IST

Updated : Dec 27, 2022, 4:05 PM IST

মেলবোর্ন, 27 ডিসেম্বর: কেরিয়ারের শততম টেস্টে শতরান ডেভিড ওয়ার্নারের (David Warner Gets Double Hundred in 100th Test) ৷ শুধু শতরান না, দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্বিশতরান করলেন তিনি ৷ আর একশোতম টেস্টে শতরান করা 10 নম্বর ব্যাটার হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ৷ এদিন 200 রান করার পরেই অত্যাধিক গরমের কারণে পেশিতে টান ধরায় মাঠ ছাড়েন ওয়ার্নার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কেরিয়ারের একশোতম ম্যাচ খেলতে নামেন তিনি ৷

প্রসঙ্গত, এর আগে অজি ক্রিকেটার হিসেবে একশোতম টেস্টে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই একশোতম টেস্ট খেলেছিলেন ৷ 2006 সালের 2 জানুয়ারি সিডনির মাঠে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন পন্টিং ৷ প্রথম ইনিংসে 120 রান এবং দ্বিতীয় ইনিংসে 143 রানে অপরাজিত থাকেন রিকি পন্টিং ৷ এবার দ্বিতীয় অজি ক্রিকেটার হিসেবে ওয়ার্নার এই কীর্তি অর্জন করলেন ৷

  • উল্লেখ্য, 1968 সালের 11 জুলাই প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের কলিন কোডরে (104 রান) ৷
  • এই তালিকায় রয়েছেন, জাভেদ মিঁয়াদাদ ৷ ভারতের বিরুদ্ধে 1989 সালে 1 ডিসেম্বর গদ্দাফি স্টেডিয়ামে শততম টেস্টে 145 রান করেন মিঁয়াদাদ ৷
  • ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ শততম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 1990 সালের 12 এপ্রিল অ্যান্টিগুয়ায় 149 রানে করেন ৷
  • ইংল্যান্ডের অ্যালেস স্টেওয়ার্ট 2000 সালের 3 অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 105 রান করেন ৷
  • ইনজামাম-উল-হক শততম টেস্টে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে 184 রান করেছিলেন 2005 সালের 24 মার্চ ৷
  • 2006 সালের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রিকি পন্টিং শততম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি করেন ৷
  • প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ লন্ডন ওভালে 2012 সালের 19 জুলাই শততম টেস্টে 131 রান করেছিলেন ৷
  • আরেক প্রোটিয়া ক্রিকেটার হাসিম আমলা জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2017 সালের 12 জানুয়ারি কেরিয়ারের শততম টেস্টে 134 রান করেন ৷
  • 2021 সালের 5 ফেব্রুয়ারি চেন্নাইতে শততম টেস্টে জো রুট 218 রানের ইনিংস খেলেন ৷
  • এবার সেই তালিকায় 10 নম্বর ব্যাটার হিসেবে ডেভিড ওয়ার্নারের নামও জুড়ে গেল ৷

আরও পড়ুন:গ্রিনের পাঁচ উইকেটে বক্সিং-ডে টেস্টের শুরুতেই ফ্রন্টফুটে অজিরা

ওয়ার্নারের 200 রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে (Australia are Driving Seat in Boxing Day Test) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে 3 উইকেট হারিয়ে 386 রান তুলেছে ৷ প্রোটিয়াদের প্রথম ইনিংসের তুলনায় 197 রানে এগিয়ে রয়েছে অজিরা ৷ অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্টিভ স্মিথ 85 রান করেছেন ৷ ওয়ার্নার পেশিতে টান ধরার জন্য মাঠের বাইরে রয়েছন ৷ ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড 48 রান এবং অ্যালেক্স ক্যারি 9 রান ৷ এদিন ক্যামরন গ্রিনও 6 রানের মাথায় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ৷ মার্নস লাবুশানে 14 রানে রান-আউট হন ৷

Last Updated : Dec 27, 2022, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details