সিডনি, 1 জানুয়ারি:বিশ্বজয়ের পর ওডিআই ফরম্যাটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার ৷ অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট- ম্যাথু হেডেনদের পরবর্তী প্রজন্মের অন্যতম বিস্ফোরক ব্যাটার হিসাবেই পরিচিত ৷ শেষ ওডিআই বিশ্বকাপেও শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ এর আগেই তিনি জানিয়েছিলেন টেস্ট ফরম্যাট থেকে সরে যাচ্ছেন ৷ এবার পালা পঞ্চাশ ওভারের খেলার।
ওয়ার্নার নিজেই জানিয়েছেন, টেস্ট ফরম্যাটের পাশাপাশি একদিনের ক্রিকেট থেকেও অবসর নিতে চান ৷ 37 বছর বয়সি অজি তারকা স্থানীয় সময় সোমবার বলেন, "আমি অবশ্যই ওয়ান ডে ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছি ৷ আমি বিশ্বকাপের সময় থেকেই এটা বলে আসছি ৷ আর ভারতে বিশ্বজয় সত্যি একটা দারুণ ঘটনা ৷"
শেষ বিশ্বকাপে 10 ম্যাচে 528 রান করেছিলেন ডেভি ৷ অজি ওপেনারের ব্যাট থেকে এসেছিল দু'টি শতরানও ৷ শুধু তাই নয় প্রথম অজি ওপেনার হিসাবে দু'টি ওডিআই বিশ্বকাপে 500-এরও বেশি রান করার কৃতিত্বও রয়েছে তাঁর ৷ শুধুমাত্র ওডিআই বিশ্বকাপের হিসাব বলছে 56.55 ব্যাটিং গড়ে 1527 রান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ অলটাইম রেকর্ডবুকে চোখ রাখলেও মাত্র পাঁচ জন ব্যাটার রয়েছেন সারা বিশ্বে যাঁরা বিশ্বকাপে এর বেশি রান করেছেন ৷