পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sana Ganguly tests Covid positive : করোনা আক্রান্ত সৌরভ কন্যা সানা-সহ পরিবারের চার সদস্য - Sana Ganguly tests Covid positive

করোনা আক্রান্ত সৌরভ কন্যা সানা ৷ গত বছরের শেষ দিকে আক্রান্ত হয়েছিলেন সৌরভ ৷ আর এবার শুধু মহারাজের কন্যাই নন, আক্রান্ত গঙ্গোপাধ্যায় পরিবারের আরও তিনজন সদস্য় (Sana Ganguly and others infected with covid )৷

Sana Ganguly and others test positive for covid
করোনা আক্রান্ত সৌরভ কন্যা সানা-সহ পরিবারের মোট চার সদস্য

By

Published : Jan 5, 2022, 1:29 PM IST

Updated : Jan 5, 2022, 2:25 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা ৷ শুধু মহারাজের কন্যাই নন আক্রান্ত গঙ্গোপাধ্যায় পরিবারের আরও তিনজন সদস্য় (Sana Ganguly and others infected with covid ) ৷ কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভ ৷ এখনও শেষ হয়নি তাঁর নিভৃতবাস পর্ব অবশ্য় ওমিক্রন রিপোর্ট নেগেটিভ আসার পর বছরের শুরুতেই বাড়ি ফিরে এসেছেন তিনি ৷ এবার আক্রান্ত হলেন সৌরভ কন্যাও ৷ এখনও অবধি সুস্থ রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা ৷ জানা গিয়েছে, মৃদু উপসর্গ রয়েছে সানার ৷

পরিবারে এছাড়াও কোভিড আক্রান্ত হয়েছেন সিএবির কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ এবং সিএবির যুগ্ম সচিব স্নেহাশিসের কাকা দেবাশিসবাবু ৷ একই পরিবারে করোনা আক্রান্ত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভ্রদীপ এবং তার স্ত্রী জুঁই গঙ্গোপাধ্যায়ও । আপাতত সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৷

আরও পড়ুন :ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রঞ্জি ট্রফি

বাড়ির সদস্যরা একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবরে নির্বাসনে থাকা সৌরভ নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে পরিবারের তরফে । শুধু পরিবারই নয়, সৌরভের অফিসে বেশ কিছু স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jan 5, 2022, 2:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details