হায়দরাবাদ, 7 অগস্ট: সানরাইর্জাস হায়দরাবাদের হেড কোচ করা হল ড্যানিয়েল ভেত্তোরিকে ৷ আজ ফ্র্যাঞ্চাইজির তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ বিগত দু'টি সিজনে হেড কোচ এবং মেন্টর হিসেবে থাকা ব্রায়ান লারার সঙ্গে চুক্তি শেষ করল দক্ষিণের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক এ নিয়ে দ্বিতীয়বার কোনও আইপিএল দলের কোচ হলেন ৷ এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ার ও কোচ দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল প্রাক্তন কিউয়ি তারকাকে ৷ এমনকী অধিনায়ক এবং কোচের ভূমিকা একসঙ্গে পালন করেছিলেন তিনি ৷
এদিন সানরাইজার্স হায়দরাবাদের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে তারা লিখেছে, ‘‘কিউয়ি লেজেন্ড ড্যানিয়েল ভেত্তোরি অরেঞ্জ আর্মির হেড কোচ হিসেবে যোগ দিলেন ৷ এই মুহূর্তে ড্যানিয়েল ভেত্তোরি ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফোনিক্সের কোচের দায়িত্বে রয়েছেন ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আইপিএলে আরসিবি'র কোচ হিসেবে 2015 সালে দলকে প্লে-অফস এবং 2016 সালে ফাইনালে তুলেছিলেন ভেত্তোরি ৷ 2016 সালে আইপিএল ফাইনালে আরসিবি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই হেরেছিল ৷