পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat-Anushka Dance: অনুষ্কার সঙ্গে জিম সেশনে উদ্দাম নাচ বিরাটের ! নেটপাড়ায় ভিডিয়ো ভাইরাল - সোশাল মিডিয়ায় হিট বিরুষ্কা

বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে ৷ তবে এখনও সোশাল মিডিয়ায় হিট বিরুষ্কা ৷ তাঁদের এই কেমিস্ট্রিকে পাওয়ার কাপলও বলা হয়ে থাকে ৷ তাই মাঝেমধ্যেই অনুষ্কার পোস্ট করা তাঁদের খুনসুটির ভিডিয়োগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয় ৷ এবার তাঁদের চুটিয়ে নাচ করার ভিডিয়ো ভাইরাল হল ৷ দেখে নিন সেই পঞ্জাবি ডান্স ৷

Virat-Anushka Dance
অনুষ্কার সঙ্গে উদ্দাম নাচ বিরাটের

By

Published : Apr 24, 2023, 6:40 PM IST

হায়দরাবাদ, 24 এপ্রিল:বিরাট-অনুষ্কার 'কাপল গোল' সবসময়ই নেটপাড়ার হটটপিক। চলছে আইপিএলের মরশুম ৷ মাঝেমধ্যেই শিরোনামে আসছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি ৷ সোমবারও তাঁরা এলেন চর্চার শিরোনামে, তবে সেটা বাইশ গজ ছেড়ে জিম সেশনে ৷ সেখানে অনুষ্কা-বিরাটের নাচ ভাইরাল এখন নেটপাড়ায়! সোমবার সকাল-সকাল অনুরাগীদের মন ভালো করে দিলেন তারকা দম্পতি ৷ ডান্স স্টেপে অভিনেত্রী বউকে কিন্তু কড়া টক্কর দিলেন বিরাট। পঞ্জাবি গানে দু'জনে নাচলেন জমিয়ে। 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রী ভিডিয়োর ক্যাপশনে লিখলেন, 'চান্স পে ডান্স' অর্থাৎ নাচের সুযোগ। ছবিতে যেমন রিল লাইফের নায়কের সঙ্গে চুটিয়ে ডান্স করেছিলেন, তেমনই এদিন রিয়েল লাইফ নায়কের সঙ্গে ফ্লোর মাতালেন অভিনেত্রী ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমের সেশনে প্রবেশ করছেন তারকা দম্পতি ৷ খোশমেজাজেই ফ্লোরে ঢোকেন দু'জনে। তারপরই অনুষ্কার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েই পঞ্জাবি গানে নাচতে শুরু করেন বিরাট। এক পা হাতে ধরে, রিদমের সঙ্গে নাচতে নাচতেই ঘটে যায় বিপদ। অনুষ্কার সঙ্গে তাল মেলাতে না-পেরে মাঝপথেই থেমে যান বিরাট। পা মচকে পরেও যাচ্ছিলেন প্রায়। মুহূর্তের মধ্যেই পা ধরে বসে পড়লেন বিরাট। তা দেখে হেসে পাগল অনুষ্কা। এই ঘটনায় বেশ চিন্তিতও হয়ে পড়েছেন বিরাট-অনুরাগীরা।

আরও পড়ুন:দিল্লির বিরুদ্ধে আরসিবি-র জয় কীভাবে সেলিব্রেট করলেন বিরুষ্কা ?

সোমবারের ভিডিয়োতে অনুষ্কাকে দেখা গিয়েছে একটি সাদা প্রিন্টেড শার্ট এবং ফেডেড নীল জিন্সে। আর বিরাট পরেছিলেন একটি কালো টি-শার্ট এবং ধূসর প্যান্ট ৷ জিমে গিয়েও তাঁদের এমন খুনসুটি ভরা মুহূর্ত দেখে মন মজেছে নেটাগরিকদের। এমনই কাপল গোল চাইছেন অনেকে ৷ ইনস্টাগ্রামে দু'জনের নাচের ভিডিয়ো এখন ভাইরাল। অনুষ্কার এই ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভক্তরা হার্ট এবং ফায়ার ইমোটিকন দিয়েছেন ৷ বিরুষ্কার অনুরাগীদের কথায়, 'এমনই স্ত্রী সকলের পাওয়া উচিত।'

আইপিএল মরশুমে অনেকে আবার বিরাটকে বলছেন সাবধানে থাকতে। পাছে চোট যেন না লাগে। কেউ আবার লিখেছেন, 'রাজা এবং রানি।' অন্য একজনের কথায়, 'একে অপরের জন্যই...বিশ্বের সেরা তারকা দম্পতি... ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আপনার পরিবারের সদস্যদের মঙ্গল করুন...।' আরেও অনুরাগী মজার ছলে লেখেন, 'দেখে মনে হচ্ছে লিগামেন্টটা গেল!'

ABOUT THE AUTHOR

...view details