কলকাতা, 26 সেপ্টেম্বর: বিশ্ব ক্রিকেটে ডেল স্টেইন সেই বোলারদের সারিতে পড়েন, যিনি সঠিক লাইন-লেন্থ বজায় রেখে দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারতেন এমনটা শুধু নয় ৷ এমন একজন বোলার, যিনি সেই গতিতে সমানভাবে বলকে আউট সুইং করাতেন ৷ আর সেই বোলারের মুখেই বিরাট কোহলি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য (Dale Steyn Appreciates Virat Kohlis Form) ৷ নাম না করেই লিখলেন, ‘‘বিশ্বকাপের আগে কেউ একজন এমন ছন্দে মারছেন ৷’’ আর ‘স্টেইন গানে’র এই মন্তব্য বেশ অর্থবহ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷
বলা হয় গ্লেন ম্যাকগ্রার পর, বিশ্ব ক্রিকেট একটা ডেল স্টেইনকে পেয়েছিল ৷ যিনি সেই পেস বোলিংয়ের শিল্পকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে অফ-স্টাম্পের বাইরের লাইনে 150 কিলোমিটার গতিতে আসা বলকে খেলতে ব্যাটার 10 বার ভাবতেন ৷ আর সেই স্টেইন এবার বিরাট কোহলির বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ৷ আর শুধু পোস্ট করলেন না, সেই সঙ্গে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলিকেও সতর্ক করে দিলেন (Dale Steyn on Virat) ৷
রবিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের 63 রানের ইনিংস দেখে নিজেকে সামলাতে পারেননি ডেল স্টেইন ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘ঠিক বিশ্বকাপের আগে কেউ একজন এমন ছন্দে ব্যাটিং করছেন ৷’’ কারও নাম না-করলেও, সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্টেইনের এই পোস্টের ‘কেউ একজন’ আর কেউ নন, বিরাট কোহলি ৷ গত 3 বছর ধরে যাঁর ব্যাটিং ফর্মকে আঁতস কাচের তলায় ফেলেছিল ক্রিকেট বিশ্ব ৷
আরও পড়ুন:'সূর্য'চ্ছটায় উজ্জ্বল কোহলিও, থ্রিলার জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত
ওয়াকিবহাল মহলের মতে, টি-20 বিশ্বকাপের আগে বিরাট কোহলির এই ফর্ম যে বাকি দলগুলির জন্য মাথা ব্যাথার কারণ হবে ৷ সেটাই এই টুইটের মাধ্যমে বোঝাতে চেয়েছেন ডেল স্টেইন ৷ প্রসঙ্গত, এশিয়া কাপ থেকে বিরাট কোহলিকে ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফিরতে দেখা গিয়েছে ৷ যেখানে শুরুর দিকে স্কোর বোর্ড চালু রেখে, স্লগ ওভারে আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা যাচ্ছে বিরাটকে ৷ ফলে অস্ট্রেলিয়া বড় মাঠে পেস ও বাউন্সে ভরা উইকেটে বিরাটের ব্যাটিং তাই বাকি দলগুলির জন্য সত্যিই মাথা ব্যাথার কারণ হবে, তা বলাই যায় ৷