পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের, অজিদের বিরুদ্ধে 9 রানে হার হরমনপ্রীতদের - বার্মিংহ্যাম কমনওয়েলথ

বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের (CWG 2022 Indian Women Cricket Team Wins Silver in Birmingham Commonwealth) ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9 রানে ম্যাচ হারায়, রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের মেয়েদের ৷ তবে, এ দিন শক্তিশালী অজিদের বিরুদ্ধে সমানে টক্কর দেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানারা ৷

CWG 2022 Indian Women Cricket Team Win Silver in Birmingham Commonwealth
CWG 2022 Indian Women Cricket Team Win Silver in Birmingham Commonwealth

By

Published : Aug 8, 2022, 10:25 AM IST

বার্মিংহ্যাম, 8 অগস্ট: কমনওয়েলথে মহিলাদের ক্রিকেটে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে (CWG 2022 Indian Women Cricket Team Win Silver in Birmingham Commonwealth ) ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9 রানে এ দিন ম্যাচ হাতছাড়া হয় হরমনপ্রীতদের ৷ অজিরা এ দিন প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 161 রান তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে 152 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ এ দিন অধিনায়ক হরমনপ্রীত কৌর 65 রানের ইনিংস খেলেন ৷ জেমাইমা রড্রিগেজ 33 রান করেন ৷

এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিন ৷ ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন ওপেনার ব্রেথ মুনি ৷ তিনি 41 বলে 61 রান করেছেন ৷ তবে, আরেক ওপেনার অ্যালিসা হেলি 7 রানে শুরুতেই আউট হয়ে যান ৷ তবে, ল্যানিন 36 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ৷ পাঁচ নম্বরে নামা অ্যাশলে গার্ডনার 15 বলে 25 রান করেছেন ৷ ভারতের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন রেণুকা সিং এবং স্নেহ রানা ৷ 1টি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব ৷

162 রান চেজ করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় মহিলা ব্রিগেড ৷ টুর্নামেন্টে সফল দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মতি মন্ধানা শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান ৷ শেফালি 11 রান এবং স্মৃতি মাত্র 6 রান করেন ৷ এর পর ভারতের ইনিংস ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমাইমা রড্রিগেজ ৷ দু’জনের মধ্যে 96 রানের পার্টনারশিপ হয় ৷

আরও পড়ুন:টেবিল টেনিসের মিক্সড ডবলসে সোনা ভারতের, দশম দিনে এল 14টি পদক

কিন্তু, জেমাইমা আউট হতেই ভারতের ইনিংসে ধস নামে ৷ জেমাইমা যখন আউট হন তখন ভারতের স্কোর 118 রান ৷ তখন 33 বলে ভারতের দরকার ছিল 44 রান ৷ কিন্তু, এর পর একে একে উইকেট পড়তে শুরু করে ভারতের ৷ হরমনপ্রীত কৌর 65 রান আউট হন ৷ তার পর মাত্র 30 রানের মধ্যেই পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায় ৷

তবে, অস্ট্রেলিয়ার এই জয়ের মধ্যেও একটি বিতর্ক রয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, ম্যাচ শুরুর আগের মুহূর্তে অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রার কোভিড পজিটিভ রিপোর্ট আসে ৷ কোভিড পজিটিভ জেনেও তিনি ম্যাচ খেলেন ৷ তবে জানা যাচ্ছে, আইসিসি এবং কমনওয়েলথ আয়োজকরা তাঁকে ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, সবরকম সুরক্ষাবিধি মেনেই নাকি ম্যাকগ্রা ম্যাচে নেমেছিলেন ৷ তবে, সুরক্ষাবিধি মানলেও, অন্যান্য ক্রিকেটারদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থেকে যায় ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বিশেষ করে আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details