কলকাতা, 4 মে : ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম করোনা বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷ ফলাও করে ঘোষণা করেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে 50 হাজার মার্কিন ডলার দান করবেন ৷ চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছিল ৷ কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই সিদ্ধান্তে বদল আনলেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার প্যাট কামিন্স ৷ বলে দিলেন, পিএম কেয়ার্স ফান্ডে টাকা অনুদান করবেন না তিনি ৷
তবে ভারতকে সাহায্য করার সিদ্ধান্তে বদল আনেননি কামিন্স ৷ শুধু টাকা অনুদানের জায়গাটা বদলেছেন ৷ প্রথমে পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেবেন বলে ঠিক করেছিলেন ৷ এদিকে ভারতে অক্সিজেন, ওষুধ ইত্যাদি পাঠানোর জন্য তহবিল গঠন করেছে অস্ট্রেলিয়া ইউনিসেফ ৷ গতকাল ইউনিসেফের তহবিলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ৷ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেটি রিটুইট করে প্যাট কামিন্স লেখেন, "দারুণ কাজ ৷ আপনাদের জানিয়ে রাখি যে ভারতের করোনা বিপর্যয়ে অস্ট্রেলিয়া ইউনিসেফের তহবিলে টাকা অনুদান করার সিদ্ধান্ত নিয়েছি ৷ যদি সম্ভব হয় তাহলে অন্যদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ৷"