পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CSK vs SRH in IPL 2022 : শতরান হাতছাড়া রুতুরাজের,তবে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তনে আমূল বদলে গেল চেন্নাই - CSK set 203 runs target for SRH

রুতুরাজের 99 এবং প্রত্যাবর্তনে কনওয়ের মারকাটারি 85 রানে সানরাইজার্সকে 203 রানের লক্ষ্যমাত্রা দিল ইয়েলো ব্রিগেড (CSK set 203 runs target for SRH) ৷ দ্বিতীয়বার চলতি টুর্নামেন্টে দু'শোর গন্ডি পেরল সিএসকে ৷

CSK vs SRH in IPL 2022
শতরান হাতছাড়া রুতুরাজের,তবে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তনে আমুল বদলে গেল চেন্নাই

By

Published : May 1, 2022, 10:17 PM IST

মুম্বই, 1 মে : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনে আমূল বদলে গেল চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স ৷ একরানের জন্য শতরান হাতছাড়া করলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৷ তবে ডেভন কনওয়ের সঙ্গে তাঁর ওপেনিং জুটিতে হায়দরাবাদের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই ৷ দ্বিতীয়বার চলতি টুর্নামেন্টে দু'শোর গন্ডি পেরল সিএসকে ৷ রুতুরাজের 99 এবং প্রত্যাবর্তনে কনওয়ের মারকাটারি 85 রানে সানরাইজার্সকে 203 রানের লক্ষ্যমাত্রা দিল ইয়েলো ব্রিগেড (CSK set 203 runs target for SRH) ৷

চলতি আইপিএলে প্রথম টস করতে নামা মহেন্দ্র সিং ধোনিকে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি ৷ তবে টসের সময় ধোনি জানিয়ে দেন, আগামী মরসুমেও হলুদ জার্সিতে পাওয়া যাবে তাঁকে ৷ এরপরই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে ব্যাটিং ঝড় দুই সিএসকে ওপেনারের ৷ পঞ্চদশ আইপিএলের শুরুতে ফর্ম হাতড়ে বেড়ানো রুতুরাজ এদিন শুরু থেকেই মারমুখী ৷ যোগ্য সঙ্গত দ্বিতীয়বার চেন্নাই জার্সিতে খেলতে নামা কিউয়ি ব্যাটারের ৷ শুরুটা মন্থর হলেও ধীরে-ধীরে টি নটরাজন, উমরান মালিক, মার্কো জানসেনদের উপর সংহার মূর্তি ধারণ করেন রুতুরাজ ৷

33 বলে অর্ধশতরানের পর আরও মারমুখী হয়ে ওঠেন তিনি ৷ তবে দোরগোড়ায় পৌঁছেও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসতে হয় সিএসকে ওপেনারকে ৷ তাঁর 57 বলে 99 রানের ইনিংসে ছিল 6টি চার এবং সমসংখ্যক ছক্কা ৷ অন্যদিকে 40 বলে অর্ধশতরান পূর্ণ করা কনওয়ে শেষ পর্যন্ত 55 বলে 85 রানের অপরাজিত থেকে যান ৷ 8টি চার এবং 4টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ ধোনি নিজেকে ব্যাটিং-অর্ডারে তুলে আনলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি তিনি ৷ 7 বলে 8 রানে ফেরেন অধিনায়ক ৷ এক রানে অপরাজিত থাকেন জাদেজা ৷ নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে হারিয়ে 202 রান তোলে সিএসকে ৷

আরও পড়ুন : রোহিতের জন্মদিনে জয়ের সরণিতে ফিরল মুম্বই

ABOUT THE AUTHOR

...view details