মুম্বই, 13 মে : প্লে-অফে জায়গা করে নেওয়ার যে ক্ষীণ আশাটুকু ছিল, বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে তাও ফুরলো গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK lost to Mumbai Indians and out of playoffs race) ৷ এদিন আনুষ্ঠানিকভাবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল চারবারের সেরারা ৷ 2020 পর এই নিয়ে দ্বিতীয়বার প্লে-অফ খেলবে না ইয়েলো ব্রিগেড ৷ বিদ্যুৎবিঘ্নিত ওয়াংখেড়েতে এদিন লো-স্কোরিং ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 5 উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স (MI beat CSK by 5 wickets) ৷ যারা প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল আগেই ৷
টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে এদিন চেন্নাই ব্যাটারদের দৈন্যদশা 2013-র স্মৃতি উসকে দেয় ৷ একসময় মনে হচ্ছিল আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড এদিন গড়ে ফেলবে তারা ৷ কিন্তু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির 33 বলে অপরাজিত 36 সেই লজ্জা থেকে বাঁচায় দলকে ৷ যদিও তিন অঙ্কের রান ছুঁতে ব্যর্থ হয় সিএসকে ৷ ড্যানিয়েল স্যামসের 16 রানে 3 উইকেট, রিলে মেরেডিথ এবং কুমার কার্তিকেয়ার জোড়া উইকেটে মাত্র 16 ওভারে 97 রানে গুটিয়ে যায় চেন্নাই (CSK bundled out for 97 runs) ৷