দুবাই, 26 অক্টোবর : প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল দক্ষিণ আফ্রিকা ৷ দাপটের সঙ্গেই মঙ্গলবার ম্যাচ জিতল প্রোটিয়ারা ৷ কিন্তু সেই হারে কাঁটা হয়ে রইল কুইন্টন ডি'কক বিতর্ক ৷ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে বর্ণবিদ্বেষের প্রতিবাদে দলের ক্রিকেটারদের হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় ৷ কিন্তু দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের প্রত্য়েকেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানালেও ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে সেই প্রতিবাদ থেকে সরিয়ে নেন তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক ৷
কেবল প্রতিবাদ থেকে সরে দাঁড়ানোই নয়, 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে ম্যাচ থেকেও সরে দাঁড়ান প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ স্বভাবতই দানা বাঁধে বিতর্ক ৷ টসের সময় অধিনায়ক তেম্বা বাভুমা বিষয়টিকে আমল না দিতে চাইলেও বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ডি'ককের সিদ্ধান্ত ভালচোখে নেয়নি সকলে ৷ প্রশ্ন ওঠে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের জন্য কি বড় কোনও শাস্তি অপেক্ষা করছে ?