নৈনিতাল, 16 নভেম্বর: সকালেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ়িদের ক্যামেরাবন্দি হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma) । ছুটি কাটাতে জুটি কোথায় যাচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা ছিল তখনও । বিকেল গড়াতেই সমস্ত ধোঁয়া পরিষ্কার । নৈনিতাল বিমানবন্দরে দেখা গেল দেশের পাওয়ার কাপল'কে (Virat Kohli and Anushka Sharma reached nainital ) । ভামিকা'কে নিয়ে অনুষ্কার বাপের বাড়িতে ছুটি কাটাতে গেলেন দেশের প্রাক্তন অধিনায়ক ।
বুধবার বিরাট ও অনুষ্কা শর্মা নৈনিতালে পৌঁছেছেন । মুক্তেশ্বর হিল স্টেশনে অবস্থিত অমরাবতী স্টেট রিসোর্টে যান তাঁরা । এদিন বিকেল 4টেয় সৈনিক স্কুল ঘোড়াখালের হেলিপ্যাডে নামে 'বিরুষ্কা'র কপ্টার । এরপর তাঁরা রামগড়ের উদ্দেশ্যে রওনা দেন । গোটা সফরে বিরাট-অনুষ্কা মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছিলেন (Virat and Anushka on three day Nainital tour) ।
আরও পড়ুন: কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
জানা গিয়েছে, কোহলি বাবা নিম করৌলি মহারাজের সঙ্গে কুমায়ুনের ন্যায়ের দেবতা গোলজুতেও যাবেন । নৈনিতাল, রামগড়-সহ আশেপাশের এলাকায় তিনদিন থাকবেন তাঁরা ।