কলকাতা, 27 ডিসেম্বর : তিনি এখন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ৷ রাজনীতির ময়দানে পা রাখার পর বাইশ গজ থেকে থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন ৷ তাতে যে ব্যাটের ধার যে এতটুকু কমেনি তা প্রমাণ করে দিলেন মনোজ তিওয়ারি ৷ সোমবার মোহনবাগানের জার্সিতে মাঠে নেমে শতরান হাঁকালেন মনোজ (Manoj Tiwary hits century) ৷ বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান ৷ নিজের পারফরম্যান্সে খুশি মন্ত্রীমশাই ৷
বাংলা দলের রণজি ট্রফির অনুশীলনে আগেই নেমে পড়েছিলেন । শুধু অনুশীলন নয়, লিগের ম্যাচ খেলে রণজি ট্রফির দলে জায়গা পেতে মরিয়া মনোজ । সেটা যে কথার কথা নয় তা রবিবার এবং সোমবার মোহনবাগানের জার্সিতে প্রমাণ করলেন । সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, অনুস্টুপ মজুমদারদের সঙ্গে পাল্লা দিয়ে খেললেন এবং পারফরম্যান্স করলেন । সোমবার ওয়াইএমসিএ-র বিরুদ্ধে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাটে এল সেঞ্চুরি । ছয়টি ছক্কা এবং দশটি ছক্কার সাহায্যে 100 বলে 103 রানের ঝকঝকে মনোজ তিওয়ারির ইনিংস ।