পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Manoj Tiwary hits century : 'খিদেটা মরেনি', সেঞ্চুরি করে বোঝালেন মন্ত্রী মনোজ

শুধু অনুশীলন নয়, লিগের ম্যাচ খেলে রণজি ট্রফির দলে জায়গা পেতে মরিয়া মনোজ । সেটা যে কথার কথা নয় তা রবিবার এবং সোমবার মোহনবাগানের জার্সিতে প্রমাণ করলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary hits century)।

Manoj Tiwary hits century
মনোজ তিওয়ারি

By

Published : Dec 27, 2021, 11:00 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : তিনি এখন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ৷ রাজনীতির ময়দানে পা রাখার পর বাইশ গজ থেকে থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন ৷ তাতে যে ব্যাটের ধার যে এতটুকু কমেনি তা প্রমাণ করে দিলেন মনোজ তিওয়ারি ৷ সোমবার মোহনবাগানের জার্সিতে মাঠে নেমে শতরান হাঁকালেন মনোজ (Manoj Tiwary hits century) ৷ বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান ৷ নিজের পারফরম্যান্সে খুশি মন্ত্রীমশাই ৷

বাংলা দলের রণজি ট্রফির অনুশীলনে আগেই নেমে পড়েছিলেন । শুধু অনুশীলন নয়, লিগের ম্যাচ খেলে রণজি ট্রফির দলে জায়গা পেতে মরিয়া মনোজ । সেটা যে কথার কথা নয় তা রবিবার এবং সোমবার মোহনবাগানের জার্সিতে প্রমাণ করলেন । সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, অনুস্টুপ মজুমদারদের সঙ্গে পাল্লা দিয়ে খেললেন এবং পারফরম্যান্স করলেন । সোমবার ওয়াইএমসিএ-র বিরুদ্ধে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাটে এল সেঞ্চুরি । ছয়টি ছক্কা এবং দশটি ছক্কার সাহায্যে 100 বলে 103 রানের ঝকঝকে মনোজ তিওয়ারির ইনিংস ।

শতরানের পর মনোজ

আরও পড়ুন : Ashes Third Test : অ্যান্ডারসনদের দাপুটে বোলিংয়ে মেলবোর্নে ম্যাচে ফিরল ইংল্যান্ড

প্রথমে ব্যাট করতে নেমে ওয়াইএমসিএ 173 রানে অলআউট হয়ে যায় । জবাবে মোহনবাগান 26.4 ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য যাবতীয় রান তুলে নেয় । ওপেন করতে নেমে অভিমন্যু ঈশ্বরণ 56 রানে অপরাজিত থাকেন । প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমে অবশ্য পুরনো ছন্দে পাওয়া গেল বাংলার প্রাক্তন অধিনায়ককে । বর্তমানে পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও ক্রিকেটের প্রতি ভালবাসা এবং ভালো খেলার খিদে দূর না হওয়ার গল্প তাঁর সোমবারের ইনিংসে প্রতিফলিত হয়েছে । ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুশি স্বয়ং মনোজ তিওয়ারি । বলছেন, "সেরার পুরস্কার সবসময়ই ভাল লাগে । ক্রিকেট উপভোগ করছি । খিদেটা মরেনি । বাংলা দলে বা ক্লাব ক্রিকেট যেখানেই সুযোগ পাব নিজেকে প্রমাণ করব । সেরাটা দেওয়ার চেষ্টা করব । ফিট যে রয়েছি তা বোঝা যাচ্ছে । আরও ফিট হতে হবে, সেই লক্ষ্যে খাটছি ।"

ABOUT THE AUTHOR

...view details