কলকাতা, 30 ডিসেম্বর: রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ ৷ বড়সড় কোনও চোট না লাগলেও, শরীরে একাধিক ক্ষত রয়েছে ঋষভের এমনকি তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে ৷ পিঠেও চোট লেগেছে তাঁর ৷ ঋষভের এই ভয়াবহ দুর্ঘটনার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেশে-বিদেশের ক্রিকেটার এবং প্রাক্তনীরা (Cricket World Wish for Rishabh Pant Speedy Recovery on Social Media) ৷
কেএল রাহুল (KL Rahul) টুইট করে ঋষভের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘আমার তরফে অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল ঋষভের জন্য ৷ ওর দ্রুত ও সাফল্যের সঙ্গে সুস্থতা কামনা করছি ৷’’
অশ্বিন ঋষভের দ্রুত আরোগ্য কামনায় লিখেছেন, ‘‘ফিরে এসো ঋষভ, সবাই ওর দ্রুত সুস্থতা কামনা করি ৷’’
প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘‘ঋষভ দ্রুত ও খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠুক, এটাই প্রার্থনা করছি ! ভালো থেকো ঋষভ ৷
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতীয় উইকেট-কিপারের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘‘তোমার খুব দ্রুত সুস্থতা কামনা করি ঋষভ ৷ আমার শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে ৷’’
আফগান তারকা ক্রিকেটার রাশিদ খান ঋষভের এই দুর্ঘটনার পর টুইটে পোস্ট করেছেন, ‘‘আমি আশা করছি তুমি ভালো আছ ভাই ৷ আমি তোমার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছি ঋষভ ৷
আরও পড়ুন:চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত
বিসিসিআই সভাপতি জয় শাহ এদিন একটি টুইট করেছেন ৷ সেখানে ঋষভের দ্রুত সুস্থা প্রার্থনার পাশাপাশি, তাঁর চিকিৎসা সংক্রান্ত সবকিছু যাতে বিনা বাধায় হয়, সেই ব্যাপারে বিসিসিআই সবরকম ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জয় শাহ ৷ তিনি লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য আমার শুভকামনা এবং প্রার্থনা রইল, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে ৷ আমি ওর পরিবার এবং যে চিকিৎসকরা ওর চিকিৎসা করছেন তাঁদের সঙ্গে কথা বলেছি ৷ ঋষভ এখন স্বাভাবিক রয়েছে এবং তাঁর স্ক্যান করা হচ্ছে ৷ আমরা তাঁর চিকিৎসার বিষয়গুলি খুবভালো ভাবে নজরে রাখছি এবং প্রয়োজন মতো সবরকম সাহায্য ওকে করা হবে ৷’’
দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ঋষভের দুর্ঘটনার খবর পেয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি দিল্লি ক্যাপিটালস অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য খুব চিন্তা হচ্ছে ৷ আশা করছি তুমি ভালো আছ এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে ৷’’
এদিন বিসিসিআই-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে ঋষভ পন্থের শারীরিক অবস্থা নিয়ে প্রাথমিক কিছু তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ঋষভের কপালে দু’জায়গায় কেটে গিয়েছে ৷ ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ সেই সঙ্গে ডানহাতের কবজি, গোড়ালি, পায়ের আঙুলের চোট রয়েছে ৷ সেই সঙ্গে পিঠে ঘষা লাগার কারণ রক্তাক্ত হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ৷