মুম্বই, 15 এপ্রিল : বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশিতভাবে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। সহ-অধিনায়ক রোহিত শর্মা। চমক অন্য জায়গায়। বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়নি ঋষভ পান্থকে। তাঁর জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।
গত বেশ কয়েকটি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঋষভ। তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতেও ভালো ব্যাটিং করেছেন। তবে, উইকেট কিপিংয়ে ততটা মন জয় করতে পারেননি। অন্যদিকে কার্তিক অভিজ্ঞ কিপার। ব্যাটিংয়ের হাত নেহাত মন্দ নয়। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংস মনে রাখার মতো। তবে, চলতি IPL-এ তিনি দাগ কাটতে পারেননি। তা সত্ত্বেও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তরুণ তুর্কি ঋষভকে বাদ দিয়ে কেন বুড়ো ঘোড়া কার্তিকের দিকে ছুটলেন নির্বাচকরা ?