হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: বৃহস্পতিবার ভারতের চূড়ান্ত 15 জনের দলের তালিকা আইসিসি-র কাছে জমা পড়ে গিয়েছে ৷ আর তার পরেই বিশ্বকাপে অংশ নেওয়া 10টি দলের চূড়ান্ত দলের তালিকা ঘোষণা করা হয়েছে ৷ আজ থেকে গুয়াহাটি, তিরঅন্ততপুরুম এবং হায়দরাবাদে প্রতিটি দল অনুশীলন ম্যাচ খেলবে ৷ আগামী বৃহস্পতিবার 5 অক্টোবর থেকে টুর্নামেন্টের সূচনা হচ্ছে ৷
অন্যদিকে, ভারতের ঘোষিত প্রথম বিশ্বকাপ দলে একটি পরিবর্তন করা হয়েছে ৷ যেখানে বিসিসিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, চোটের কারণে অক্ষর প্যাটেলের বদলে রবিচন্দ্রন অশ্বিনকে 15 জনের দলে সামিল করা হয়েছে ৷ তেমনি অন্যান্য বেশকিছু দলে শেষ মুহূর্তে কিছু বদল করা হয়েছে ৷ দেখে নেওয়া যাক, বিশ্বকাপের 10 দলের 15 জনের প্রাথমিক স্কোয়াড ৷
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব ৷
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জস ইংগলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ৷
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস ৷
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং ৷
আরও পড়ুন:লয়েড-কপিল থেকে মাহি, ফিরে দেখা বিশ্বকাপ ফাইনালের 'এক ডজন গল্প'
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহীন। আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ৷
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানস্যান, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এডন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ব়্যাসি ভ্যানডার ডুসেন, লিজাড উইলিয়ামস ৷
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পথুম নিসাঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়ালাল্লাগে, কাসুন রাজিথা, মথিশা পাথিরানা, দিলশান মধুশঙ্কা, দসুন হেমন্ত ৷ সফরকারী বিকল্প: চামিকা করুণারত্নে
আরও পড়ুন:অক্ষরের বদলি অশ্বিন, বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ই ভরসা ভারতের
আফগানিস্তান স্কোয়াড: হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ উমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রহমান, নবীন উল হক ৷
বাংলাদেশ স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শাক মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ৷
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিডে, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৷