ম্যানচেস্টার, 16 জুন : পিচের ডেঞ্জার স্পটে যাওয়ার জন্য মহম্মদ আমিরকে দু'বার সতর্ক করা হল । আর একবার ডেঞ্জার স্পটে গেলে এই ম্যাচে আর বল করতে পারবেন না আমির । একই কারণে ওয়াহাব রিয়াজ়কেও দু'বার সতর্ক করেছেন আম্পায়ার ।
পিচের ডেঞ্জার স্পটে দৌড়ে সতর্কিত পাকিস্তানের দুই বোলার - ICC Cricket World Cup 2019
আর একবার পিচের ডেঞ্জার স্পটে গেলে এই ম্যাচে বল করতে পারবেন না ।
আজ ম্যানচেস্টারে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান । অধিনায়ক সরফরাজ় খান আমিরকে আক্রমণে আনেন । তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । সেজন্য আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড আমিরকে সতর্ক করেন । পরের ওভারেই আমির ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় । পঞ্চম বলে ফের পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । আম্পায়ার তাঁকে ফের সতর্ক করেন ।
ICC-র নিয়ম অনুযায়ী, স্টাম্পের কাছে পিচের সংরক্ষিত জায়গায় বোলার যেতে পারবেন না ও সেখানে পা দিয়ে ঘষতে পারবেন না । যাতে উলটো প্রান্ত দিয়ে বোলিংয়ের সময় ব্যাটসম্যানের যেন সমস্যা না হয় ।