লন্ডন, 15 জুলাই : লর্ডসে নাটকীয় ফাইনালে জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 241 রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 50 ওভারে 241 রানে অলআউট হয়ে যায় । স্কোর টাই হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানেও টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজ়িল্যান্ড । শুরুটা ভালো করলেও মার্টিন গাপ্টিল আরও একবার বড় রান করতে ব্যর্থ হন । দলগত 29 রানের মাথায় ওকসের বলে LBW হন গাপ্টিল । ফিরে যাওয়ার আগে 18 বলে 19 রান করেন তিনি । তারপর নিকোলসকে সঙ্গে নিয়ে উইলিয়ামসন দ্বিতীয় উইকেটের জুটিতে 74 রান যোগ করেন । শেষে 53 বলে 30 রান করে প্লাঙ্কেটের বলে আউট হন কিউয়ি অধিনায়ক ।
উইলিয়ামসন আউট হওয়ার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড । নিকোলস 77 বলে দলের হয়ে সর্বোচ্চ 55 রান করে প্লাঙ্কেটের বলেই বোল্ড হন । টম লথাম অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন । 56 বলে 47 রান করে তিনি ওকসের শিকার হন ।