ম্যানচেস্টার, 10 জুলাই : 24 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছে ভারত । সবাই ভেবেছিলেন, এবার মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি । কিন্তু, কিছুটা চমকে দিয়ে ক্রিজ়ে আসেন হার্দিক পান্ডিয়া । তাতে যথেষ্ট অবাক হন ক্রিকেট বিশেষজ্ঞরা । ভারতীয় থিঙ্কট্যাঙ্কের এই সিদ্ধান্তের কোনও ব্যাখ্যা খুঁজে পাননি তাঁরা । ধোনিকে পান্ডিয়ার পরে পাঠানোয় এবার প্রশ্ন তুললেন সচিন তেন্ডুলকর ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সচিন বলেন, "এরকম চাপের মুহূর্তে ধোনিকে ব্যাটিং অর্ডারে তুলে আনা উচিত ছিল । ধোনি খেলাটা কন্ট্রোল করত । শেষের দিকে, জাদেজার সঙ্গে কথা বলছিল ধোনি । আর খেলাটা কন্ট্রোল করছিল । অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ধোনি স্ট্রাইক রোটেট করছিল ।" হার্দিকের জায়গায় ধোনিকে নামালে রান তাড়া করতে সুবিধা হত বলে মত সচিনের । তিনি বলেন, "হার্দিকের পরিবর্তে ধোনি পাঁচ নম্বরে নামালে বিষয়টা আলাদা হত । ধোনি নিশ্চিতভাবে কিছু করত ।" পাশাপাশি, ধোনির সমর্থনে সচিন বলেন, "এটা সবসময় আশা করা ঠিক নয় যে ধোনি আসবে আর ম্যাচ শেষ করবে । ধোনি এটা বারবার করেছে ।"