ম্যানচেস্টার, 27 জুন : বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি । পিছনে ফেললেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের । সচিন ও লারা 453টি ইনিংস নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান করতে । সেখানে বিরাট এই মাইলফলক ছুঁলেন 417 ইনিংসেই ।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 20 হাজার রান, বিরাট শিখরে কোহলি - old trafford
সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের পিছনে ফেললেন বিরাট কোহলি । 417 ইনিংসেই 20 হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট । হয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 20 হাজার রানের মালিক ।
বিরাট কোহলি আর রেকর্ড এখন সমার্থক । চলতি বিশ্বকাপে কোহলি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ফর্ম্যাটে 11000 রান পূর্ণ করেন । এবার তাঁর মুকুটে আরও একটা পালক জুড়ল । আজকে ম্যাচ শুরুর আগে দ্রুততম 20 হাজারে পৌঁছাতে তাঁর দরকার ছিল 37 রান । আজ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের 25তম ওভারে সেই কীর্তি স্পর্শ করলেন তিনি ।
এই মুহূর্তে কোহলি বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্য়াটসম্যান। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 18 রান করেছিলেন তিনি । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 82 রান করেন তিনি । পাকিস্তানের বিরুদ্ধে 77 রান এসেছে তাঁর ব্যাট থেকে । আফগানদের বিরুদ্ধেও করেন হাফ সেঞ্চুরি ।