নিউইয়র্ক, 9জুন : বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করল অ্যামেরিকা ।অ্যামেরিকার আশা,যেভাবে1994-এর ফুটবল বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেছিল সেভাবে2023-এরT-20বিশ্বকাপ আয়োজনকরতে পারবে তারা ।
টি-20 বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ অ্যামেরিকার - T-20
2023 টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায় অ্যামেরিকা । তাদের বিশ্বাস, 1994 সালে ফুটবল সেখানে যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, সেভাবে ক্রিকেট জনপ্রিয়তা পাবে ।
টি-20বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ অ্যামেরিকার
অ্যামেরিকার ক্রিকেট চিফ একজ়িকিউটিভ লেইন হিগিঙস বলেন, “অ্যামেরিকায় বিশ্বকাপ হলে,কোনও জায়গা ফাঁকা থাকবে না ।”অ্যামেরিকায়1994সালেরFIFAবিশ্বকাপে বহুদর্শকের সমাগম হয়েছিল । যা বিশ্বকাপের রেকর্ড । হিগিঙস বলেন, “অ্যামেরিকার বেশ কিছু জায়গা চিহ্নিতকরা হয়েছে । অ্যামেরিকায় টি-20বিশ্বকাপ আয়োজন করার জন্যICC-কে রাজি করাতে সাহস প্রয়োজন । আমরাআত্মবিশ্বাসী যে,আমাদের দেশেICCতাদের অনুষ্ঠান আয়োজন করতে পারবে ।”
অ্যামেরিকার ছ'টি জায়গায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে বলে তিনি জানান । গতবছর ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে অ্যামেরিকা । আগামী10বছরে টেস্টের স্ট্যাটাস পাবেন বলে আশাকরেন হিগিঙস । তার বিশ্বাস,পরবর্তী10বছরে অ্যামেরিকাICC-র স্থায়ী সদস্য হতে পারবে ।