বার্মিংহাম, 2 জুলাই : 315 রানের টার্গেট দিয়েছিল ভারত । কিন্তু 286 রানে থেমে গেল বাংলাদেশ । বেঙ্গল টাইগারদের ২৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট বাহিনী । আর বিশ্বকাপ সফর থেকে ছিটকে গেল বাংলাদেশ ।
শুরুটা দুরন্ত হলেও মাঝের ওভারগুলিতে বাংলাদেশের বোলাররা ভারতের রানের গতি কমিয়ে দেয় । প্রথমে ভারতের প্রোজেক্টেড স্কোর 380 থেকে 390 মনে হলেও মেন ইন ব্লুরা থামল 314 রানে । দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শুরু করে ভারত । 77 রান করতেই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার হয়ে যান রোহিত শর্মা । এর পর প্রথম ভারতীয় হিসেবে একটি বিশ্বকাপে চতুর্থ শতরান করেন রোহিত । সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন একটি বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার 4 টি শতরানের রেকর্ড ।বাংলাদেশ ম্যাচেও শতরান এল না ভারত অধিনায়কের ব্যাট থেকে । মাত্র 26 রানে প্যাভেলিয়নে ফেরেন বিরাট । এদিকে চার নম্বরে পান্ডিয়াকে আনা হলেও তিনি ডাহা ফেল । ঋষভ পন্থ ও মহেন্দ্র সিংহ ধোনির জুটি ভারতকে ৩০০ রান পার করিয়ে দেয়। নাহলে একটা সময় মনে হচ্ছিল ২৮০-২৯০ তেই থেমে যাবে । শেষ পর্যন্ত ৩১৪ এ থামে ভারতের ইনিংস । ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান । ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শাকিব অল হাসান ।