মিউনিখ, 5 জুন : বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট কোহলি ও ভারতীয় দলের সমর্থনে ব্যাট কাঁধে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি টুইট করলেন জার্মান ফুটবলার থমাস মুলার । মুলার টুইট করে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান । পাশাপাশি বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার প্রতি আলাদাভাবে তাঁর ভালোবাসার কথাও জানান মুলার ।
টিম ইন্ডিয়া ও কোহলিদের শুভেচ্ছা জানাতে জার্সি চাপিয়ে টুইট মুলারের - harry kane
টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি টুইট করলেন জার্মান ফুটবলার থমাস মুলার । বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার প্রতি তাঁর ভালোবাসার কথাও জানালেন মুলার ।
লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাত করে আগেই বিশ্বকাপের জন্য কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইংরেজ ফুটবল অধিনায়ক তথা টটেনহ্যাম তারকা হ্যারি কেন । এরপর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপে কোহলির দলের জন্য শুভেচ্ছা ভেসে এসেছিল ব্রাজ়িলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার দাভিদ লুইজ়ের তরফ থেকে ।
শুভেচ্ছা বার্তায় মুলার লেখেন, "ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের জন্য আমার শুভেচ্ছা রইল । থ্রিলার ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম । বিশেষ করে ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য আমার ফিঙ্গার ক্রস রইল । উল্লেখ্য, জার্মান ফুটবল দলের জন্য বিরাট এর আগে একাধিকবার সমর্থন জানিয়েছেন ।"