সাউদহাম্পটন, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা । লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্ব । এই নিয়ে বিশ্বকাপে সাতবারে সাতবারই পাকিস্তানকে হারাল ভারত । তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি গতকালের ম্যাচে প্রধান আলোচ্য বিষয় সরফরাজ় আহমেদের 'হাই' । যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার তিনি ।
তখন 46.4 ওভার । ব্যাট করছিলেন কোহলি । বৃষ্টির জন্য হঠাৎ ম্যাচ বন্ধ করতে হয় । প্রায় আধঘণ্টা পর ফের খেলা শুরু হয় । দু'দল মাঠে নামে । এরপরই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য । দেখা যায় উইকেটের পিছনে দাঁড়িয়ে 'হাই' তুলছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । তারপরের বলটিই মিস করেন তিনি । তাঁকে ট্রোলিং করতে ছাড়েননি স্বয়ং সৌরভ গাঙ্গুলিও । কমেন্ট্রি করার সময় তিনি বলেন, "সরফরাজ়ের হাইয়ের প্রভাব দেখা যাচ্ছে তাঁর কিপিংয়েও ।"
এরপর সোশাল মিডিয়াতে ট্রোলড হন সরফরাজ় । এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'সরফরাজ় প্লেয়ারদের বলছেন, ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে । কারণ তাঁর ঘুম পেয়েছে ।' কেউ কেউ আবার সরফরাজ়ের ছবি ফোটোশপ করে বিছানার সঙ্গে জুড়ে দিয়েছেন । অনেকে বিরাট কোহলির ওয়ার্কআউটের ছবির সঙ্গে সরফরাজ়ের হাই তোলার ছবি টুইট করেছেন ।
এর আগেও সরফরাজ়কে নিয়ে ট্রোলিং হয়েছে । বিশ্বকাপের আগে ইংল্যান্ডের রানির সঙ্গে দেখা করতে যান 10 দলের অধিনায়ক । সেখানে সবাই সুট পরলেও সরফরাজ় পঞ্জাবি পায়জামা পরে যান । তার উপর কোর্ট পরেছিলেন । যা নিয়ে ট্রোলিংয়ের শিকার হন তিনি । যদিও সেই ট্রোলিংয়ের জবাবে সরফরাজ় বলেছিলেন, পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন তিনি ।
গতকালের ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হারায় ভারত । নিজের 24 তম শতরান করেন রোহিত শর্মা । অর্ধশতরান করেন কেএল রাহুল ও বিরাট কোহলি । নির্ধারিত 50 ওভারে 336 রান তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে 212 রান (40 ওভার) তুলতে সক্ষম হয় পাকিস্তান ।