লন্ডন, 15 জুলাই : সুযোগ ছিল চার জনের সামনে । তবে সচিন তেন্ডুলকরকে ছুঁতে পারলেন না কেউ । একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটি রয়ে গেল তাঁরই নামে । 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন তিনি । রেকর্ডের হাতছানি ছিল জো রুট ও কেন উইলিয়ামসনের কাছে । লর্ডসে রুট 125 বা উইলিয়ামসন 126 রান করলে সচিনকে টপকে নতুন নজির গড়তে পারতেন । তবে দু'জনেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন । যার জেরে আরও অন্তত চার বছরের জন্য অধরা থেকে গেল মাস্টার ব্লাস্টারের বিশ্বকাপ রেকর্ড ।
ছুঁতে পারল না কেউ, অধরাই সচিনের রেকর্ড - jow root
একটি বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটি রয়ে গেল সচিন তেন্ডুলকরের নামেই ।
খুব কাছে এসে থেমে যেতে হয় রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারকেও । রোহিত শর্মা থেমে যান সচিনের থেকে 25 রান দূরে । ডেভিড ওয়ার্নার 26 রানের জন্য ছুঁতে পারেননি । ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালের হার্ডলে আটকে না গেলে আরও একটা ম্যাচ হাতে পেতেন রোহিত ও ওয়ার্নার । তাহলে হয়ত দু'জনের কেউ একজন গড়তে পারতেন নতুন বিশ্বরেকর্ড ।
তবে সচিনকে ছুঁতে না পারলেও এবারের বিশ্বকাপে বাকিদের থেকে এগিয়ে শেষ করলেন রোহিত শর্মা । 648 রান করা রোহিতই এবারের বিশ্বকাপে সর্বাধিক রানের অধিকারী । 9 ম্যাচে 5টি সেঞ্চুরি ও 1টি হাফসেঞ্চুরি করেন রোহিত । গড়েন একটি বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড । 3টি সেঞ্চুরি ও 3টি হাফসেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার 10 ম্যাচে সংগ্রহ করেছেন 647 রান । শাকিব আল হাসানের সংগ্রহ 8 ম্যাচে 606 রান ।