লিডস, 7 জুলাই : ফের রাজনীতির ছায়া পড়ল বিশ্বকাপে । লিডসে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের উপর দিয়ে একটি বিমান উড়ে যায় । তাতে কাশ্মীর নিয়ে ভারতের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় । একাধিকবার হেডিংলের স্টেডিয়ামের উপর চক্কর কাটে বিমানটি । এই বিষয়ে, পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে ICC ।
গতকাল প্রথমে ব্যাট করছিল শ্রীলঙ্কা । তাদের ইনিংসের তৃতীয় ওভারের সময় মাঠের উপর দিয়ে একটি ছোটো বিমান উড়ে যায় । বিমানের শেষপ্রান্তে একটি ব্যানার ছিল । তাতে লেখা "জাস্টিস ফর কাশ্মীর" (কাশ্মীর নিয়ে সুবিচার চাই) । 17 তম ওভারের সময় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে । এবার ব্যানারে লেখা ছিল, "ইন্ডিয়া, স্টপ জেনোসাইড, ফ্রি কাশ্মীর " (ভারত, গণহত্যা বন্ধ কর । কাশ্মীরকে স্বাধীন করতে হবে ) । পরে ভারতের ব্যাটিংয়ের সময় একই ঘটনা ঘটে । এবার ব্যানারে লেখা ছিল, "হেল্প এন্ড মব লিঞ্চিং ইন ইন্ডিয়া" (ভারতে গণপিটুনি রুখতে সাহায্য করুন ) ।
শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় ওভারে স্টেডিয়ামের উপর এই স্লোগান চোখে পড়ে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় । পাশাপাশি, বিশ্বকাপের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । স্টেডিয়াম থেকে লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরের দূরত্ব বেশি নয় । তাই খেলা চলাকালীন স্টেডিয়ামের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই । কিন্তু, কীভাবে পুলিশের নজর এড়িয়ে স্টেডিয়ামের উপর বিমান একাধিকবার চক্কর কাটল এনিয়ে প্রশ্ন উঠছে । বিশেষত, 10 দিন আগে হেডিংলেতেই পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ চলাকালীন একইভাবে একটি ব্যানার সহ স্টেডিয়ামের উপর দিয়ে একটি বিমান উড়ে যায় । তাতে লেখা ছিল, "জাস্টিস ফর বালুচিস্তান" । তারপরও এরকম ঘটনা রুখতে পুলিশ কেন বাড়তি নজরদারি চালায়নি এনিয়ে বিতর্ক শুরু হয়েছে ।
এই সংক্রান্ত আরও খবর :ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে হাতাহাতি পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের
খেলার মাঠে রাজনৈতিক স্লোগান নিয়ে রীতিমতো হতাশ ICC । একটি বিবৃতি জারি করে বলা হয়, "এই ঘটনা আবার হওয়ায় আমরা অত্যন্ত হতাশ । বিশ্বকাপে কোনওরকম রাজনৈতিক বার্তাকে আমরা সমর্থন করি না । এই ধরনের প্রতিবাদ রুখতে টুর্নামেন্ট জুড়ে আমরা স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করেছি । আগেরবার পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ আশ্বাস দিয়েছিল, এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না । তাই ফের এরকম ঘটনা হওয়ায়, আমরা অত্যন্ত হতাশ । "