পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও 11 ম্যাচ পর জয় পাকিস্তানের - joe root

বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে দিয়ে 11টি ম্যাচ পর জিতল পাকিস্তান । জো রুট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি করেন, তবে দলকে জেতাতে তিনি ব্যর্থ ।

ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও 11 ম্যাচ পর জয় পাকিস্তানের

By

Published : Jun 4, 2019, 8:16 AM IST

নটিংহাম, 4 জুন : ইংল্যান্ডকে হারিয়ে সব সমালোচনার জবাব দিল পাকিস্তান । বিশ্বকাপে সেঞ্চুরি নেই কেন ? একটা হাহাকার উঠেছিল । সেটা মিটিয়ে দিলেন জো রুট আর জস বাটলার । তা সত্ত্বেও গতকাল ইংল্যান্ড জিততে পারেনি । ফেভারিট ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে দিয়ে 11টি ম্যাচ পর জিতল পাকিস্তান ।

জো রুট

জো রুট ও জস বাটলারের কারণে 348 রান করেও পাকিস্তান জয় নিয়ে শঙ্কায় ছিল । বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা । সাড়ে তিনশ রান করেও হেরেছে । তবে ইংল্যান্ড প্রমাণ করল বিশ্বকাপের চাপ অন্যরকম । আজ দুই ওপেনারই ব্যর্থ হলেন । জেসন রয় করলেন মাত্র 8 রান । পাশাপাশি আউট হয়ে দলের একমাত্র রিভিউটাও নষ্ট করে গেলেন । সঙ্গী বেয়ারস্টো 32 রান করে ফিরেছেন দ্রুত । অধিনায়ক মর্গানও করেছেন মাত্র 9 রান । স্টোকসও বড় রান করতে ব্যর্থ হন । পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ় নেন 3 উইকেট । মহম্মদ আমির নেন 2টি উইকেট ।

মহম্মদ আমির

349 রানের লক্ষ্যে 118 রান তুলতেই 4 উইকেট হারায় ইংল্যান্ড । আর তার পরে হাল ধরেন রুট ও বাটলার । চার ছক্কা খুব একটা না মেরেও কী ভাবে দ্রুত রান তোলা যায় সেটা দেখিয়ে দিয়েছেন দু'জনই । মাত্র 17 ওভার 3 বলে 130 রান করেন দু'জন ।

রুট-বাটলার জুটি যখন ম্যাচটা পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিল তখনই ম্যাচে ফেরে পাকিস্তান । বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন রুট । তার পরেই রুটকে (107) ফেরান শাদাব খান । 45তম ওভারে সেঞ্চুরি করে পরের বলেই মহম্মদ আমিরের বলে আউট হন বাটলার । সেই সময় 33 বলে 61 রান দরকার ইংল্যান্ডের । সেখান থেকে মইন আলি বা ক্রস ওকস চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে ।

মহম্মদ হাফিজ়

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 348 রান করেছিল পাকিস্তান । 62 বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ 84 রান করেন মহম্মদ হাফিজ় । দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজ়মের (63) । অধিনায়ক সরফরাজ়ের ব্যাট থেকে আসে 55 রান ।

ABOUT THE AUTHOR

...view details