পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নেট বোলার হিসেবে নবদীপ, ভুবির চোট নিয়ে জল্পনা বাড়ল

শিখরের চোট ধাক্কা কাটতে না কাটতেই ভুবনেশ্বেরর চোট আতঙ্কে ভারতীয় শিবির । এরই মাঝে নেট বোলার হিসেবে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন নবদীপ সাইনি ।

নেট বোলার হিসেবে নবদীপ, ভুবির চোট নিয়ে জল্পনা বাড়ল

By

Published : Jun 24, 2019, 11:11 PM IST

লন্ডন, 24 জুন : নেট বোলার হিসেবে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন নবদীপ সাইনি । BCCI সূত্রে এমনটাই জানানো হল । IPL-এ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি । গতির সঙ্গে বাউন্সও তাঁর অস্ত্র । এহেন নবদীপকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে নেট বোলার হিসেবে নেওয়ায় বেড়েছে জল্পনা ।

প্রশ্ন উঠেছে তবে কি শিখর ধাওয়ানের পর ভুবনেশ্বর কুমার ? শিখরের চোট ধাক্কা কাটতে না কাটতেই ভুবনেশ্বেরর চোট আতঙ্কে ভারতীয় শিবির । পাকিস্তান ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ভারতীয় পেসারের । এরপর থেকেই জল্পনা ছিল বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ।

যদিও ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি ম্যাচে বিশ্রামের পরেই দলে ফিরবেন ভুবি । তবে নবদীপ সাইনিকে ইংল্যান্ডে পাঠানোয় ভুবির চোট নিয়ে জল্পনা আরও বেড়ে গেল ।

ABOUT THE AUTHOR

...view details