লন্ডন, 24 জুন : ভারতীয় দলের বিশ্বজয়ের তুরুপের তাস জসপ্রীত বুমরা, মত অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের । বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরা বুমরাকে ভারতের বোলিং লাইন আপের সেরা হিসেবে চিহ্নিত করেছেন । আফগানিস্তান ম্যাচে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন কোহলির দলের এই স্ট্রাইক বোলার । অন্তিম ওভারে মহম্মদ শামির হ্যাটট্রিকের মতোই সমান গুরুত্বপূর্ণ ছিল 29তম ওভারে দুই আফগান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো ।
আর এই পারফরম্যান্স দেখে টুর্নামেন্টের মাঝপথেই জসপ্রীতকে নিয়ে তাঁর মত প্রকাশ করলেন ক্লার্ক । প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, "আমার মতে বুমরার খামতি কিছু নেই। ও যথেষ্ট ফিট । আশা রাখি ও এভাবেই বিশ্বকাপে ভারতের সাফল্যের একটা বড় অংশ হয়ে উঠবে ।" বুমরার বোলিংয়ে এমন কী বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য সমস্যায় পড়ে ব্যাটসম্যানরা ? উত্তরে 2015 বিশ্বজয়ী অজ়ি অধিনায়ক বলেন, "নতুন বলে সিমের সঙ্গে দুরন্ত সুইং ও মুভমেন্ট । পাশাপাশি মিডল ওভারগুলোতে পুরনো বলে বুমরার অতিরিক্ত গতি সমস্যায় ফেলে ব্যাটসম্যানদের ।"