দিল্লি, 19 জুন : শিখর ধাওয়ানর জায়গায় দলে আসছেন ঋষভ পান্থ । আঙুলে চোটের জন্য আগেই ছিটকে গেছেন ধাওয়ান । জোর চর্চা চলছিল, তাঁর জায়গায় কে দলে আসবেন ? অবশেষে পান্থের ভাগ্যে শিকে ছিঁড়ল ।
ছিটকে গেলেন ধাওয়ান, বিশ্বকাপ দলে ঋষভ - Shikhar Dhawan
বিশ্বকাপ থকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান । দলে ঋষভ পান্থ ।
ঋষভ পান্থ
আজ টিম ইন্ডিয়া ম্যানেজার সুনীল সুব্রমনিয়াম বলেন, "আঙুলে চোট লেগেছে ধাওয়ানের । তাঁকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে না । তাই, আমরা পরিবর্ত হিসেবে ঋষভ পান্থকে পাঠাচ্ছি ।"