পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ : ধীরে শুরু ভারতের - aron finch

কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । দলকে ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে ওপেনার দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা ।

ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির

By

Published : Jun 9, 2019, 2:37 PM IST

Updated : Jun 9, 2019, 3:37 PM IST

লন্ডন, 9 জুন : কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । এমনিতে ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্তই নিয়ে থাকেন অধিনায়করা । কারণ এই মাঠে পরে ব্যাট করে জেতা সহজ । রেকর্ডও বলছে 72টির মধ্যে 40টি ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে । তবে ব্যবহৃত পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কহলির । ভারতীয় দল অপরিবর্তিত ।

শুরুটা বেশ ধীর স্থির করেন ধাওয়ান, রোহিত জুটি ।

রানে ভরা ওভালে 22বার একটি দল 300-র গণ্ডি পার করেছে । দলকে ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে ওপেনার দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা । এই মাঠে অবশ্য দুই ওপেনারেরই ভালো রেকর্ড । ভারতের হয়ে এই মাঠে দু'টি ODI সেঞ্চুরি আছে শিখর ধওয়ানের । 2013 সালে উইন্ডিজ় ও 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন সেঞ্চুরিগুলি । শিখর যে দু'টি ম্যাচে সেঞ্চুরি করেছেন, সেই ম্যাচগুলিতে হাফসেঞ্চুরি আছে রোহিতেরও ।

আগের ম্যাচে বোলিংয়ে ভরসা দিয়েছেন পেসাররা ও স্পিনাররা । এই ম্যাচেও অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখতে কোহলির ভরসা বুমরা । সঙ্গে থাকবেন ভুবি । মাঝের ওভারগুলোতে রান আটকাতে কোহলির অস্ত্র কুল-চা জুটি ।

1974 সালে ওভালে প্রথম একদিনের ম্যাচ খেলে ভারত । সব মিলিয়ে ভারত 15টি ODI খেলেছে এই মাঠে । জিতেছে মাত্র পাঁচটি । 1999 সালে এই মাঠেই মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া । ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া । তবে ভারতের হয়ে অপরাজিত 100 রানের ইনিংস খেলেছিলেন অজয় জাডেজা । সমসংখ্যক ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে 8টি । তবে এই মাঠে তাদের শেষ জয় 2010 সালে ।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), নাথান কুল্টার-নাইল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামি‌ন্স

Last Updated : Jun 9, 2019, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details