পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লর্ডস পৌঁছাতে আজ আবার মাঠে নামবে ভারত - new zealand

যা আশঙ্কা ছিল, তাই হল । নির্ধারিত সময়ে খেলা চালু হলেও শেষ হয়নি । খেলা থেমে যায় প্রথম ইনিংসের 46 ওভারের পর ।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি

By

Published : Jul 10, 2019, 12:35 AM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বাধ সাধল বৃষ্টি । ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আম্পায়াররা । ম্যাচ গড়াল রিজ়ার্ভ ডে-তে । আজ নির্ধারিত সময়ে খেলা আবার শুরু হবে । অবশ্য আগামীকাল ম্যাচটি শুরু থেকে খেলতে হবে না । সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে গতকাল নিউজ়িল্যান্ড যত ওভার পর্যন্ত খেলেছিল তারপর থেকে । গতকাল ম্যাচ বন্ধের সময় নিউজ়িল্যান্ডের স্কোর ছিল 46.1 ওভারে 5 উইকেটে 211 রান । তারপর থেকেই আজ ফের ম্যাচ শুরু হবে ।

গতকাল নিউজ়িল্যান্ড 46.1 ওভারে পাঁচ উইকেটে 211 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় । পরে বৃষ্টি থামলেও খেলা শুরু করার ঝুঁকি নেয়নি আম্পায়াররা । ভারতীয় সময় গতরাত 10টা 50 মিনিট নাগাদ সেদিনের মতো ম্যাচ বন্ধ বলে ঘোষণা করা হয় ।

2019 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতেই রেকর্ড গড়ল নিউজ়িল্যান্ড । প্রথম পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর করল কিউই ব্যাটসম্যানরা । প্রথম 10 ওভারে এক উইকেট হারিয়ে মাত্র 27 রান তোলে নিউজ়িল্যান্ড ।

গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানে আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর । কিন্তু বাধ সাধে বৃষ্টি ।

ভারতের হয়ে একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চহ্বাল ।

আজ নিউজ়িল্যান্ডের 23 বল খেলা শেষে ভারত টার্গেট তাড়া করতে নামবে । সেক্ষেত্রে সকালে মেঘাচ্ছন্ন পরিবেশে ব্যাট করা চ্যালেঞ্জিং হতে পারে ভারতের ক্ষেত্রে । ভারতকে সকালে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরিকে সামলে উইকেট বাঁচাতে হবে । যদিও ভেজা আবহাওয়ায় সুইংয়ের সামনে বারবার ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা দেখা গেছে এই ইংল্যান্ডেই । তবে টেস্ট ম্যাচ সুলভ ব্যাট করে ইনিংসের প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারলে ভারতীয়দের লর্ডসের টিকিট ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হওয়ার দিকে এগোবে ।

ABOUT THE AUTHOR

...view details